Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় খালে-বিলে অভিযান চালিয়ে জাল ধ্বংস, জরিমানা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৪: ১৫
ব্রাহ্মণপাড়ায় খালে-বিলে অভিযান চালিয়ে জাল ধ্বংস, জরিমানা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন খালে ও বিলে অভিযান চালিয়ে চায়না দোয়ারি, ম্যাজিক জাল, ভেসাল জাল ও কারেন্ট জাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অভিযানে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। 

গতকাল বৃহস্পতিবার উপজেলার নাইঘর, বড়ধুশিয়া ও নাগাইশ গ্রামে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক ও ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। 

উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক জানান, যত্রতত্র চায়না দোয়ারি (ম্যাজিক জাল), ভেসাল ও কারেন্ট জাল বসিয়ে মাছ ধরার অভিযোগের ভিত্তিতে উপজেলার নাইঘর, বড়ধুশিয়া ও নাগাইশ গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটটি ভেসাল জাল, পাঁচটি চায়না দোয়ারি জাল (ম্যাজিক জাল) এবং আনুমানিক ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। এ ছাড়া একই অভিযোগে এক ব্যক্তিকে নগদ ১ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় লোকজন মাছ ধরার বিভিন্ন জাল পেতে রেখেছেন। এসব জালের জন্য দূরের বানভাসিদের কাছে স্বেচ্ছাসেবকেরা ত্রাণের নৌকা নিয়ে যেতে পারছেন না। এ কারণে বন্যাদুর্গতদের কাছে যথাসময়ে খাবার পৌঁছাতে বিলম্ব হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম স্যারের নির্দেশে কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করে বেশ কিছু জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত