ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন খালে ও বিলে অভিযান চালিয়ে চায়না দোয়ারি, ম্যাজিক জাল, ভেসাল জাল ও কারেন্ট জাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অভিযানে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার উপজেলার নাইঘর, বড়ধুশিয়া ও নাগাইশ গ্রামে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক ও ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক জানান, যত্রতত্র চায়না দোয়ারি (ম্যাজিক জাল), ভেসাল ও কারেন্ট জাল বসিয়ে মাছ ধরার অভিযোগের ভিত্তিতে উপজেলার নাইঘর, বড়ধুশিয়া ও নাগাইশ গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটটি ভেসাল জাল, পাঁচটি চায়না দোয়ারি জাল (ম্যাজিক জাল) এবং আনুমানিক ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। এ ছাড়া একই অভিযোগে এক ব্যক্তিকে নগদ ১ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় লোকজন মাছ ধরার বিভিন্ন জাল পেতে রেখেছেন। এসব জালের জন্য দূরের বানভাসিদের কাছে স্বেচ্ছাসেবকেরা ত্রাণের নৌকা নিয়ে যেতে পারছেন না। এ কারণে বন্যাদুর্গতদের কাছে যথাসময়ে খাবার পৌঁছাতে বিলম্ব হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম স্যারের নির্দেশে কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করে বেশ কিছু জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন খালে ও বিলে অভিযান চালিয়ে চায়না দোয়ারি, ম্যাজিক জাল, ভেসাল জাল ও কারেন্ট জাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অভিযানে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার উপজেলার নাইঘর, বড়ধুশিয়া ও নাগাইশ গ্রামে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক ও ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক জানান, যত্রতত্র চায়না দোয়ারি (ম্যাজিক জাল), ভেসাল ও কারেন্ট জাল বসিয়ে মাছ ধরার অভিযোগের ভিত্তিতে উপজেলার নাইঘর, বড়ধুশিয়া ও নাগাইশ গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটটি ভেসাল জাল, পাঁচটি চায়না দোয়ারি জাল (ম্যাজিক জাল) এবং আনুমানিক ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। এ ছাড়া একই অভিযোগে এক ব্যক্তিকে নগদ ১ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় লোকজন মাছ ধরার বিভিন্ন জাল পেতে রেখেছেন। এসব জালের জন্য দূরের বানভাসিদের কাছে স্বেচ্ছাসেবকেরা ত্রাণের নৌকা নিয়ে যেতে পারছেন না। এ কারণে বন্যাদুর্গতদের কাছে যথাসময়ে খাবার পৌঁছাতে বিলম্ব হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম স্যারের নির্দেশে কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করে বেশ কিছু জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২৪ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২৬ মিনিট আগে