Ajker Patrika

পাহাড়ে নারী-পুরুষ বৈষম্য দূর করতে পার্বত্য চুক্তি বাস্তবায়ন দরকার: সন্তু লারমা

রাঙামাটি প্রতিনিধি 
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন সন্তু লারমা। ছবি: আজকের পত্রিকা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন সন্তু লারমা। ছবি: আজকের পত্রিকা

পার্বত্য চট্টগ্রামে নারী-পুরুষের মধ্যে যে ভেদাভেদ তৈরি হয়েছে, তা দূর করতে হলে দরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন। কিন্তু সেই চুক্তি এখনো পূর্ণ বাস্তবায়ন হতে পারেনি। এটি বাস্তবায়নে আন্দোলন জোরদার করতে হবে।

আজ শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।

হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির যৌথ উদ্যোগে রাঙামাটি শহরের আশিকা কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা বলেন, নারীর অধিকার ও মর্যাদার পথ ততক্ষণ সুগম হতে পারে নাম যতক্ষণ না সমাজব্যবস্থার আমূল পরিবর্তন হচ্ছে।

পার্বত্য চুক্তি বাস্তবায়নে বিপ্লবের বিকল্প নেই উল্লেখ করে সন্তু লারমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে আত্মনিয়ন্ত্রণের অধিকারের লড়াইয়ের ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। নারী-পুরুষের সম্মিলিতভাবে বহু বছর ধরে পার্বত্য চট্টগ্রামে সংগ্রাম চলে আসছে এবং এখনো চলছে।’

সমাজব্যবস্থা এমনিতে পরিবর্তন হয় না উল্লেখ করে এই নেতা বলেন, ‘এখানে বিপ্লব সংগঠিত হতে হবে। বিপ্লবের মাধ্যমে সমাজব্যবস্থার পরিবর্তন ঘটে। মানুষের সমাজের বিকাশ ও অর্থনৈতিক ইতিহাসে দেখা গেছে এটা বিপ্লবের মধ্য দিয়ে হয়েছে। বিপ্লবের মধ্য দিয়ে সমাজব্যবস্থার পরিবর্তন সম্ভব।’

পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি রিতা চাকমা সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নাউপ্রু মারমা মেরী, রাঙাবী তংচংগ্যা, আইনজীবী সুস্মিতা চাকমা ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি ভবতোষ চাকমা। স্বাগত বক্তব্য দেন বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিধান চাকমা। পরে উন্মুক্ত আলোচনায় নারী-পুরুষ অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত