Ajker Patrika

২৪ ঘণ্টার মধ্যে চাঁবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৬: ২৮
২৪ ঘণ্টার মধ্যে চাঁবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য নাসিম আখতার ও অস্থায়ী রেজিস্ট্রারের ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সর্বস্তরের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন আয়োজন করে এই দাবি জানান।

শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সিয়াম হোসেন খান ও তাজনীন তাজ ছোঁয়া।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ‘কোটা সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অস্থায়ী ক্যাম্পাসের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে সড়কে অবস্থান নেন। ওই সময় আমাদের নিরাপত্তা না দিয়ে উপাচার্য নাসিম আখতার বিরোধিতা করেছেন। আমাদের কর্মসূচি পালন করতে দেননি এবং ছাত্রলীগের ক্যাডারদের সঙ্গে নিয়ে হুমকি-ধমকি দিয়েছেন। এতেও তিনি ক্ষান্ত হননি। তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের নাম ও মোবাইল ফোন নম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কাছে দিয়েছেন। পরে গোয়েন্দা সংস্থার লোকজন মোবাইল ফোন করে আমাদের হুমকি দিয়েছেন।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘উপাচার্য আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বলপ্রয়োগ করে বন্ধ করেছেন এবং আমাদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং নিরাপত্তা দিতে চেষ্টা করেননি। যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এই উপাচার্যকে আর দায়িত্বে দেখতে চাই না। অনতিবিলম্বে তাঁর পদত্যাগ চাই। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে আমাদের যে অস্থায়ী রেজিস্ট্রার আছেন, তাঁকেও পদত্যাগ করতে হবে। যত দ্রুত সম্ভব আমাদের নতুন উপাচার্য এবং স্থায়ী রেজিস্ট্রার নিয়োগ ও প্রশাসনিক কাঠামো গঠন করে দিতে হবে।’

উপাচার্যের পদত্যাগ ও নতুন নিয়োগের মধ্যবর্তী সময়ে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে বলে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। তাঁরা বলেন, ‘নতুন প্রশাসনিক কাঠামোর কাছে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেদন থাকবে খুব দ্রুত স্থায়ী ক্যাম্পাসের জন্য ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বর্তমান উপাচার্যের কাছে এই বিষয়ে বারবার বলা হলেও তিনি আমাদের আশ্বাস দিয়ে ব্যর্থ হয়েছেন।’ 

শিক্ষার্থীরা বলেন, ‘২০২০ সালে আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত যতগুলো বাজেট এসেছে এবং সেই বাজেটের টাকাগুলো কোথায় এবং কীভাবে খরচ হয়েছে তাঁর একটি যৌক্তিক প্রতিবেদন আমরা প্রত্যাশা করি।’ 

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলামসহ জাতীয় গণমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন। 

গতকাল চাঁবিপ্রবি উপাচার্য নাসিম আখতার সংবাদমাধ্যমকে বলেন, ‘যারা আন্দোলন করছে, তারা যৌক্তিক মনে করছে বলে পদত্যাগের দাবি তুলেছে। তবে আমার মনে হয় না, পদত্যাগের মতো কিছু ঘটেছে। আমাকে সরকার নিয়োগ দিয়েছে।’ 

উপাচার্য নাসিম আরও বলেন, ‘আমি নিজ থেকে পদত্যাগ করব না। আমি মনে করি, আমার পদত্যাগ করার মতো কোনো ঘটনা ঘটেনি। সরকার আমাকে নিয়োগ দিয়েছে, নতুন সরকার যদি মনে করে এই ভিসিকে রাখব না, তখন আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত