প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত ৩৪টি রোহিঙ্গা শিবিরে সকাল থেকে প্রাথমিক পর্যায়ে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে অর্ধশতাধিক অস্থায়ী টিকা কেন্দ্রে একযোগে এই কর্মসূচি শুরু হয়।
জানা যায়, রোহিঙ্গাদের মধ্যে প্রথম দফায় ৫৫ বছরের ঊর্ধ্বে ৪৮ হাজার রোহিঙ্গাকে ৫৬টি কেন্দ্রে করোনা টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি একই সময়ে ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম এবং টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরও টিকা দেওয়া হচ্ছে। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন রোহিঙ্গা ক্যাম্পে টিকাদান কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন।
এ দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ শীল জানান,৭টি রোহিঙ্গা শিবিরে সকাল ৯টা থেকে শুরু হয়ে ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ১২টি কেন্দ্রের মাধ্যমে ৫৫ বছরের উর্ধ্বে ৭ হাজার ৯০০ নারী–পুরুষকে টিকা দেওয়া হবে। তাঁদের মধ্যে পুরুষ ৪ হাজার ২৯৯ আর মহিলা ৩ হাজার ৬০১ জন। শিবিরের জনসংখ্যা অনুযায়ী প্রতি বুথে গড়ে ৮০ থেকে ১২০ জন রোহিঙ্গাদের ৭ দিন পর্যন্ত টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহাবুবুর রহমান বলেন, রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত ভ্যাকসিন জাতিসংঘের অধিভুক্ত আন্তর্জাতিক সেবা সংস্থাগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে ৫৬টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। প্রথম দফায় ৫৫ বছরের বেশি প্রায় ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্যাম্পে টিকাদান কার্যক্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবক, ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম সহ প্রায় ১৮ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮৬টি টিম কাজ করছে বলে জানান তিনি।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত ৩৪টি রোহিঙ্গা শিবিরে সকাল থেকে প্রাথমিক পর্যায়ে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে অর্ধশতাধিক অস্থায়ী টিকা কেন্দ্রে একযোগে এই কর্মসূচি শুরু হয়।
জানা যায়, রোহিঙ্গাদের মধ্যে প্রথম দফায় ৫৫ বছরের ঊর্ধ্বে ৪৮ হাজার রোহিঙ্গাকে ৫৬টি কেন্দ্রে করোনা টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি একই সময়ে ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম এবং টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরও টিকা দেওয়া হচ্ছে। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন রোহিঙ্গা ক্যাম্পে টিকাদান কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন।
এ দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ শীল জানান,৭টি রোহিঙ্গা শিবিরে সকাল ৯টা থেকে শুরু হয়ে ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ১২টি কেন্দ্রের মাধ্যমে ৫৫ বছরের উর্ধ্বে ৭ হাজার ৯০০ নারী–পুরুষকে টিকা দেওয়া হবে। তাঁদের মধ্যে পুরুষ ৪ হাজার ২৯৯ আর মহিলা ৩ হাজার ৬০১ জন। শিবিরের জনসংখ্যা অনুযায়ী প্রতি বুথে গড়ে ৮০ থেকে ১২০ জন রোহিঙ্গাদের ৭ দিন পর্যন্ত টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহাবুবুর রহমান বলেন, রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত ভ্যাকসিন জাতিসংঘের অধিভুক্ত আন্তর্জাতিক সেবা সংস্থাগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে ৫৬টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। প্রথম দফায় ৫৫ বছরের বেশি প্রায় ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্যাম্পে টিকাদান কার্যক্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবক, ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম সহ প্রায় ১৮ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮৬টি টিম কাজ করছে বলে জানান তিনি।
রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আজ বুধবার দুপুর ১২টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। আজ সকালে কলেজটির অধ্যক্ষ মতিয়ারা খাতুনের সই করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
১ সেকেন্ড আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে জামান হোসেন নামের এক অটোরিকশাচালককে হত্যায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
৪ মিনিট আগেসিএনজিচালিত অটোরিকশাচালক চলন্ত অবস্থায় হঠাৎ তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় অটোরিকশা। এতে তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হন। বুধবার ভোরে ময়মনসিংহের গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ...
১৩ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চোর সন্দেহে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (১৩ মে) রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ছকসালং গ্রামে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে