Ajker Patrika

দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাজেদুল ফয়সাল (২৩) ও আকিব ইসলাম (২৪) নামের দুই বন্ধু দাওয়াত খেতে গিয়েছিলেন ফটিকছড়িতে। সন্ধ্যায় দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তাঁরা। তবে তাঁদের আর বাড়ি ফেরা হলো না। তার আগেই মাঝপথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফয়সালের মৃত্যু হয়। আর আকিব হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। 

গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাটের কাছে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত সাজেদুল ফয়সাল রাঙ্গুনিয়া উপজেলার ৯ নম্বর শিলক ইউনিয়নের নটুয়ার টিলা এলাকার আবদুস সালামের ছেলে। আর আহত আকিব একই এলাকার মাওলানা মো. সেলিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফয়সাল ও আকিবের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টমটম গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তাঁরা সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নোয়াপাড়ার কসমিক হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৮টার দিকে মারা যান ফয়সাল। অন্যদিকে আহত আকিব চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। 

নিহত ফয়সালের স্বজনেরা জানান, তিন ভাইয়ের মধ্যে ফয়সাল সবার ছোট। তিনি এবার চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত