রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাজেদুল ফয়সাল (২৩) ও আকিব ইসলাম (২৪) নামের দুই বন্ধু দাওয়াত খেতে গিয়েছিলেন ফটিকছড়িতে। সন্ধ্যায় দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তাঁরা। তবে তাঁদের আর বাড়ি ফেরা হলো না। তার আগেই মাঝপথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফয়সালের মৃত্যু হয়। আর আকিব হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাটের কাছে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সাজেদুল ফয়সাল রাঙ্গুনিয়া উপজেলার ৯ নম্বর শিলক ইউনিয়নের নটুয়ার টিলা এলাকার আবদুস সালামের ছেলে। আর আহত আকিব একই এলাকার মাওলানা মো. সেলিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফয়সাল ও আকিবের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টমটম গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তাঁরা সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নোয়াপাড়ার কসমিক হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৮টার দিকে মারা যান ফয়সাল। অন্যদিকে আহত আকিব চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ফয়সালের স্বজনেরা জানান, তিন ভাইয়ের মধ্যে ফয়সাল সবার ছোট। তিনি এবার চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছিলেন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাজেদুল ফয়সাল (২৩) ও আকিব ইসলাম (২৪) নামের দুই বন্ধু দাওয়াত খেতে গিয়েছিলেন ফটিকছড়িতে। সন্ধ্যায় দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তাঁরা। তবে তাঁদের আর বাড়ি ফেরা হলো না। তার আগেই মাঝপথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফয়সালের মৃত্যু হয়। আর আকিব হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাটের কাছে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সাজেদুল ফয়সাল রাঙ্গুনিয়া উপজেলার ৯ নম্বর শিলক ইউনিয়নের নটুয়ার টিলা এলাকার আবদুস সালামের ছেলে। আর আহত আকিব একই এলাকার মাওলানা মো. সেলিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফয়সাল ও আকিবের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টমটম গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তাঁরা সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নোয়াপাড়ার কসমিক হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৮টার দিকে মারা যান ফয়সাল। অন্যদিকে আহত আকিব চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ফয়সালের স্বজনেরা জানান, তিন ভাইয়ের মধ্যে ফয়সাল সবার ছোট। তিনি এবার চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৪ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে