Ajker Patrika

ছাগলনাইয়ায় সাবেক মেম্বার হাশেম গ্রেপ্তার

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি 
ক্যাপশন: গ্রেপ্তারকৃত আবুল হাশেম। ছবি: আজকের পত্রিকা
ক্যাপশন: গ্রেপ্তারকৃত আবুল হাশেম। ছবি: আজকের পত্রিকা

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) ও ইউনিয়ন বিএনপির সদস্য আবুল হাশেমকে (৫০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার রাতে ছাগলনাইয়া পৌর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ফেনীর আদালতে হাজির করা হলে বিচারক আবুল হাশেমকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় এবং বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের একটি মামলায় আবুল হাশেমকে আটক করা হয়েছে। সেনাবাহিনী অভিযান চালিয়ে তাঁকে আটক করে ছাগলনাইয়া থানায় সোপর্দ করে।

অভিযোগ রয়েছে, রাধানগর ইউনিয়নের পলাতক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেনের চোরাচালান সিন্ডিকেটের অন্যতম সদস্য আবুল হাশেম। এদিকে রাধানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রবিউল হক চৌধুরী মাহবুব জানান, গ্রেপ্তার আবুল হাশেম রাধানগর ইউনিয়ন বিএনপির সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত