Ajker Patrika

চকরিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ৭ 

প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)
আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৪: ২২
চকরিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ৭ 

কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে ওই গাড়ির নারী ও শিশুসহ সাতজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত চারজন। আজ রোববার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পুকপুকুরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাম বিজয় মাস্টারের ছেলে রতন বিজয় দে (৫৫), তাঁর স্ত্রী মধুমিতা চৌধুরী (৪৫), চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের প্রদীপ রুদ্রের স্ত্রী পূর্ণিমা রুদ্র (৩০) তাঁর শিশু সন্তান সার্থক রুদ্র (৪), শংকর রুদ্রের স্ত্রী রানী রুদ্র (৬০), ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাতব্বরপাড়া গ্রামের মোহাম্মদ ইসমাইলের স্ত্রী হাজেরা বেগম (৫৫)। ২৫ বছর বয়সী আরেজন নারীর পরিচয় পাওয়া যায়নি। 

আহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরের প্রদীপ রুদ্র (৩৫), তাঁর মেয়ে শ্যামলী রুদ্র (৭) ও মানিকগঞ্জ জেলার বাবর আলী (১৮)। আরও একজন অজ্ঞাত ব্যক্তি আহত হয়েছে। তাঁরা বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা সদর থেকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস চট্টগ্রাম যাচ্ছিল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার পুকপুকুরিয়া এলাকা পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক পথচারী নারী ও শিশুসহ সাতজন নিহত হন। এ সময় আহত হন আরও চারজন। তাঁদের মধ্যে তিনজন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত মানুষের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে চকরিয়া থানা–পুলিশ, চিরিংগা হাইওয়ে থানা, ও চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। 

আহত প্রদীপ রুদ্র বলেন, `আমার মা-স্ত্রী ও দুই সন্তানদের নিয়ে রোগী দেখতে কক্সবাজার থেকে মাইক্রোবাসে করে বাশঁখালীর কালিপুর যাচ্ছিলাম। আমাদের বহনকারী মাইক্রোবাসের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পুকুরে পড়ে যায়। এ সময় আমার মা, স্ত্রী ও শিশু সন্তান মারা যায়। আমি আর আমার মেয়ে কোন রকম গাড়ি থেকে বের হয়ে প্রাণে বাঁচে আছি।' 

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শাহ ফাহিম আহমেদ ফয়সাল বলেন, নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও একটি শিশুকে তাঁদের হাসপাতালে আনা হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। 

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী মাইক্রোবাসটি (নোয়া) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে গিয়ে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়। গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত