Ajker Patrika

পেঁপের বাম্পার ফলন

আক্তার হোসেন, দীঘিনালা (খাগড়াছড়ি)
পেঁপের বাম্পার ফলন

খাগড়াছড়ির দীঘিনালায় পেঁপের বাম্পার ফলন হয়েছে এ বছর। এতে লাভবান হওয়ায় অন্যান্য ফসলের সঙ্গে চাষের এলাকা বাড়িয়েছেন কৃষকেরা। এ বছর উপজেলায় প্রায় ৩০ হেক্টর জায়গায় পেঁপে চাষ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ওমঙ্কার বিশ্বাস জানান, আগের তুলনায় উপজেলায় পেঁপের চাষ ব্যাপক বেড়েছে। এ বছর ৩০ হেক্টর জায়গায় পেঁপের আবাদ করা হয়েছে। এর মধ্যে রেড-লেডি জাতের পেঁপেই বেশি। পেঁপে চাষ অত্যন্ত লাভজনক চাষ। ঠিকমতো পরিচর্যা করতে পারলে কৃষকেরা স্বাবলম্বী হতে পারেন।

উপজেলার মেরুং ইউনিয়নের জামতলী–ভৈরফা এলাকার কৃষক মো. আজিজুল এ বছর ১ হেক্টর জমিতে পেঁপেগাছ লাগিয়েছেন। ফলন হয়েছেও আশানুরূপ। ৩টি বাগানের ১ হাজার ৮০০ গাছ থেকে প্রথমবার ৩০ হাজার টাকার পেঁপে বিক্রয় করেন। দ্বিতীয়বার পেঁপে বিক্রয় করেছেন প্রায় ১ লাখ টাকা।

গত মঙ্গলবার ইউনিয়নের নয়াপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, আজিজুলের বাগান থেকে পেঁপে ‍তুলে মিনি ট্রাক লোড করছেন ১০ শ্রমিক। এ সময় ২ মেট্রিক টন পাকা পেঁপে তোলা হয়। শ্রমিকেরা জানান, ফেনীতে ৫০ টাকা পাইকারি দরে পেঁপে বিক্রয় করা হয়েছে। আজিজুল জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এক হাজার ৮০০ পেঁপেগাছ থেকে এ বছর ৮ লাখ টাকারও বেশি পেঁপে বিক্রয় করা যাবে।

ওমঙ্কার বিশ্বাস জানান, চাষের সময় গোড়া পচা, পোকাবাহিত বিভিন্ন রোগ এবং ক্ষতিকারক ভাইরাস থেকে পেঁপেগাছকে মুক্ত রাখতে হবে। পেঁপে চাষের সুবিধা হলো, একবার পেঁপেগাছ লাগালে ৩ বছর ফলন পাওয়া সম্ভব হয়। এ ক্ষেত্রে প্রথম বছরের পর পরবর্তী দুই বছর খেত পরিচর্যার খরচ খুবই কম লাগে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত