Ajker Patrika

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে জড়িতরা শনাক্ত: প্রশাসন

চবি প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৮: ৪৭
চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে জড়িতরা শনাক্ত: প্রশাসন

আবাসিক হলে দেয়াল লিখনকে কেন্দ্র করে রাতভর সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। এই সময় ভাঙচুর করা হয় অন্তত ২০টি কক্ষ। আহত হয় উভয় পক্ষের ২০ জন। এ ছাড়া বেশ কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতেও দেখা যায়। এসব ঘটনায় জড়িত অন্তত ১৫-২০ জন ছাত্রলীগ নেতা-কর্মীকে শনাক্ত করেছে বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 

আজ সোমবার বিকেলে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া। 

প্রক্টর বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও অস্ত্রের মহড়া দেওয়ায় জড়িত বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। ভিডিও ও সিসিটিভি ফুটেজ দেখা, প্রত্যক্ষদর্শীদের বরাত, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিশ্লেষণ করে আমরা তাঁদের শনাক্ত করেছি। আরেকটু যাছাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

এর আগে দেয়াল লিখন নিয়ে শুক্রবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে শাখা ছাত্রলীগের বিজয় ও ভিএক্স গ্রুপ সংঘর্ষে জড়ায়, যা থেমে থেমে রাত ২টা পর্যন্ত চলে। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও পুলিশের উপস্থিতিতে এএফ রহমান হল থেকে ছাত্রলীগের বগিভিত্তিক উপ-গ্রুপগুলোর দেয়াল লিখন মুছে ফেলা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত