কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় পানি কমতে থাকায় বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। বাড়িঘর পরিষ্কার করার পাশাপাশি আশ্রয় নেওয়া মানুষগুলো আসবাব নিয়ে নিজের ঘরে ফিরছে। ঘরদোর ঘষামাজা করতে দেখা যায় অনেককে।
গোমতী নদীর বাঁধ ভাঙা অংশে আজ মঙ্গলবার সকালেও পানি বের হতে দেখা যায়। তবে গোমতী নদীর পানিপ্রবাহ স্বাভাবিক রয়েছে। বন্যার পানি যতই কমছে, ততই দেখা দিচ্ছে ক্ষতচিহ্ন। ভেসে উঠছে সড়কগুলো, যার বেশির ভাগই খানাখন্দ হয়ে আছে।
এদিকে বন্যাকবলিত মানুষজনের সঙ্গে কথা বলে জানা গেছে, খাদ্যসংকট ও নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। তারা জানায়, যেখানে দুই বেলা আহার জোটানোই কষ্টের, সেখানে বাড়িঘর ঠিক করার টাকা মিলবে কোথায়। ফলে আপাতত স্বজন ও খোলা আকাশের নিচেই থাকছে অনেকে। তাদের দাবি, দ্রুত পুনর্বাসনে সরকার যেন তাদের আর্থিক সহায়তা করে।
বন্যায় প্লাবিত কুমিল্লা জেলার দক্ষিণাঞ্চল লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম উপজেলায় বন্যা পানি কমে পরিস্থিতি আরও উন্নত হয়েছে। জেলা প্রশাসনের হিসাবমতে, জেলায় ১০ লাখ ৭৮ হাজার মানুষ পানিবন্দী হয়েছিল। ৭২৪টি আশ্রয়কেন্দ্রে ৭৮ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। যাদের বেশির ভাগ এখন বাড়িঘরে ফিরে যাচ্ছে। বন্যায় ৮ শিশুসহ মৃতের সংখ্যা ১৯।
জেলা প্রশাসন থেকে ৩৯ লাখ টাকা এবং ৮০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুমিল্লা জেলায় ১৬০০ টন চাল ও ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কুমিল্লায় পর্যাপ্ত ত্রাণ এসেছে। বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা ত্রাণগুলো দুর্গতদের মাঝে এখনো পৌঁছে দিচ্ছেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী আজকের পত্রিকাকে জানান, জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুড়িচং উপজেলা। এই উপজেলার প্রায় সড়ক, বাড়িঘর বিধ্বস্ত হয়ে যায়। আমরা তালিকা তৈরি শুরু করেছি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দিয়ে তাদের পুনর্বাসন করা হবে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তার জন্য সরকার ও বিদেশি দাতা সংস্থাগুলো নিয়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
কুমিল্লায় পানি কমতে থাকায় বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। বাড়িঘর পরিষ্কার করার পাশাপাশি আশ্রয় নেওয়া মানুষগুলো আসবাব নিয়ে নিজের ঘরে ফিরছে। ঘরদোর ঘষামাজা করতে দেখা যায় অনেককে।
গোমতী নদীর বাঁধ ভাঙা অংশে আজ মঙ্গলবার সকালেও পানি বের হতে দেখা যায়। তবে গোমতী নদীর পানিপ্রবাহ স্বাভাবিক রয়েছে। বন্যার পানি যতই কমছে, ততই দেখা দিচ্ছে ক্ষতচিহ্ন। ভেসে উঠছে সড়কগুলো, যার বেশির ভাগই খানাখন্দ হয়ে আছে।
এদিকে বন্যাকবলিত মানুষজনের সঙ্গে কথা বলে জানা গেছে, খাদ্যসংকট ও নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। তারা জানায়, যেখানে দুই বেলা আহার জোটানোই কষ্টের, সেখানে বাড়িঘর ঠিক করার টাকা মিলবে কোথায়। ফলে আপাতত স্বজন ও খোলা আকাশের নিচেই থাকছে অনেকে। তাদের দাবি, দ্রুত পুনর্বাসনে সরকার যেন তাদের আর্থিক সহায়তা করে।
বন্যায় প্লাবিত কুমিল্লা জেলার দক্ষিণাঞ্চল লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম উপজেলায় বন্যা পানি কমে পরিস্থিতি আরও উন্নত হয়েছে। জেলা প্রশাসনের হিসাবমতে, জেলায় ১০ লাখ ৭৮ হাজার মানুষ পানিবন্দী হয়েছিল। ৭২৪টি আশ্রয়কেন্দ্রে ৭৮ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। যাদের বেশির ভাগ এখন বাড়িঘরে ফিরে যাচ্ছে। বন্যায় ৮ শিশুসহ মৃতের সংখ্যা ১৯।
জেলা প্রশাসন থেকে ৩৯ লাখ টাকা এবং ৮০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুমিল্লা জেলায় ১৬০০ টন চাল ও ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কুমিল্লায় পর্যাপ্ত ত্রাণ এসেছে। বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা ত্রাণগুলো দুর্গতদের মাঝে এখনো পৌঁছে দিচ্ছেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী আজকের পত্রিকাকে জানান, জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুড়িচং উপজেলা। এই উপজেলার প্রায় সড়ক, বাড়িঘর বিধ্বস্ত হয়ে যায়। আমরা তালিকা তৈরি শুরু করেছি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দিয়ে তাদের পুনর্বাসন করা হবে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তার জন্য সরকার ও বিদেশি দাতা সংস্থাগুলো নিয়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
২ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৩৯ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
৪৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগে