Ajker Patrika

কুমিল্লায় বন্যায় বিধ্বস্ত বাড়িঘরে ফিরছে মানুষ, পুনর্বাসনে সরকারি সহায়তার দাবি

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২১: ১৭
কুমিল্লায় বন্যায় বিধ্বস্ত বাড়িঘরে ফিরছে মানুষ, পুনর্বাসনে সরকারি সহায়তার দাবি

কুমিল্লায় পানি কমতে থাকায় বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। বাড়িঘর পরিষ্কার করার পাশাপাশি আশ্রয় নেওয়া মানুষগুলো আসবাব নিয়ে নিজের ঘরে ফিরছে। ঘরদোর ঘষামাজা করতে দেখা যায় অনেককে।

গোমতী নদীর বাঁধ ভাঙা অংশে আজ মঙ্গলবার সকালেও পানি বের হতে দেখা যায়। তবে গোমতী নদীর পানিপ্রবাহ স্বাভাবিক রয়েছে। বন্যার পানি যতই কমছে, ততই দেখা দিচ্ছে ক্ষতচিহ্ন। ভেসে উঠছে সড়কগুলো, যার বেশির ভাগই খানাখন্দ হয়ে আছে।

এদিকে বন্যাকবলিত মানুষজনের সঙ্গে কথা বলে জানা গেছে, খাদ্যসংকট ও নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। তারা জানায়, যেখানে দুই বেলা আহার জোটানোই কষ্টের, সেখানে বাড়িঘর ঠিক করার টাকা মিলবে কোথায়। ফলে আপাতত স্বজন ও খোলা আকাশের নিচেই থাকছে অনেকে। তাদের দাবি, দ্রুত পুনর্বাসনে সরকার যেন তাদের আর্থিক সহায়তা করে।

কুমিল্লায় বন্যায় বিধ্বস্ত বাড়িঘরে ফিরছে মানুষ। ছবি: আজকের পত্রিকাবন্যায় প্লাবিত কুমিল্লা জেলার দক্ষিণাঞ্চল লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম উপজেলায় বন্যা পানি কমে পরিস্থিতি আরও উন্নত হয়েছে। জেলা প্রশাসনের হিসাবমতে, জেলায় ১০ লাখ ৭৮ হাজার মানুষ পানিবন্দী হয়েছিল। ৭২৪টি আশ্রয়কেন্দ্রে ৭৮ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। যাদের বেশির ভাগ এখন বাড়িঘরে ফিরে যাচ্ছে। বন্যায় ৮ শিশুসহ মৃতের সংখ্যা ১৯।

জেলা প্রশাসন থেকে ৩৯ লাখ টাকা এবং ৮০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুমিল্লা জেলায় ১৬০০ টন চাল ও ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কুমিল্লায় পর্যাপ্ত ত্রাণ এসেছে। বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা ত্রাণগুলো দুর্গতদের মাঝে এখনো পৌঁছে দিচ্ছেন।

কুমিল্লায় বন্যায় বিধ্বস্ত বাড়িঘরে ফিরছে মানুষ। ছবি: আজকের পত্রিকাজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী আজকের পত্রিকাকে জানান, জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুড়িচং উপজেলা। এই উপজেলার প্রায় সড়ক, বাড়িঘর বিধ্বস্ত হয়ে যায়। আমরা তালিকা তৈরি শুরু করেছি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দিয়ে তাদের পুনর্বাসন করা হবে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তার জন্য সরকার ও বিদেশি দাতা সংস্থাগুলো নিয়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত