Ajker Patrika

বেগমগঞ্জে র‍্যাবের অভিযানে বন্দুক ও ককটেলসহ গ্রেপ্তার-১ 

নোয়াখালী প্রতিনিধি
বেগমগঞ্জে র‍্যাবের অভিযানে বন্দুক ও ককটেলসহ গ্রেপ্তার-১ 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বাংলাবাজারে অভিযান চালিয়ে মো. হারুন মানিক (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি এক নলা বন্দুক,৮টি ককটেল ও একটি চাইনিজ চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হারুন বাহিনীর প্রধান ও তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে বলে জানায় র‍্যাব। 

আজ সোমবার সকালে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত হারুন জীরতলী ইউনিয়নের বারইচাতল গ্রামের আবুল খায়েরের ছেলে। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে বাংলা বাজারের মঞ্জুর হোন্ডা গ্যারেজে অভিযান চালায় র‍্যাব-১১ এর একটি দল। অভিযানকালে ওই স্থান থেকে হারুন বাহিনীর প্রধান হারুনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর কাছে অস্ত্র আছে বলেও স্বীকার করেন। রাতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জীরতলী ইউনিয়নের বারইচাতল গ্রামের ছমদ আলী ব্যাপারী বাড়ির আবদুল মন্নানের রান্না ঘর থেকে বন্দুক, চাপাতি ও ককটেলগুলো উদ্ধার করা হয়। 

এ বিষয়ে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, গ্রেপ্তারকৃত হারুনের বিরুদ্ধে ৪টি অস্ত্র,২টি হত্যা, ৪ টি চুরি, ১ টি মাদক,১টি ছিনতাই,১টি নারী নির্যাতন,১টি পুলিশ অ্যাসল্ট,২টি মারামারির মামলা’সহ সর্বমোট ১৬টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন আরও জানান, হারুন নোয়াখালী ও লক্ষ্মীপুরের সীমান্তবর্তী দুর্গম এলাকার স্থানীয়দের উদ্ধারকৃত অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করত। এ ছাড়া তিনি একাধিক হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্রবাজি, মাদক বিক্রয়, ধর্ষণ, অপহরণ ও মুক্তিপণ আদায় করত। তাঁর এসব কাজে কেউ বাঁধা দিলে ভয় দেখিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত