নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পাঁচ দিনেও উদ্ধার হয়নি চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজ এমভি পানগাঁও এক্সপ্রেস। পণ্যের আমদানিকারকেরা জাহাজ উদ্ধারের জন্য দ্বারে দ্বারে ঘুরলেও কর্তৃপক্ষের টনক নড়ছে না।
এর আগে গত বৃহস্পতিবার (৬ জুন) চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে ভাসানচরের কাছে কাত হয়ে ডুবে যায় জাহাজটি। এতে জাহাজে থাকা তিনটি কনটেইনার ভেসে যায় এবং ৭২টি ডুবে যায়।
আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার পাটুয়াটুলী এলাকার মেসার্স সেইফ ট্রেড ইন্টারন্যাশনালের প্রতিনিধি মো. আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘ডুবে যাওয়া জাহাজ এমভি পানগাঁও এক্সপ্রেসে আমাদের ৪০ ফুটের দুই কনটেইনার চায়না থেকে আমদানি করা ইলেকট্রনিক পণ্য রয়েছে। আমাদের জীবনের সঞ্চিত সব অর্থ দিয়ে এই পণ্য আমদানি করা হয়। পাঁচ দিন ধরে ডুবে আছে এসব পণ্য।’
মো. আরিফ আরও বলেন, ‘কিন্তু উদ্ধারে কোনো তৎপরতা নেই কারও। আমরা নিজেরা সন্দ্বীপ ও হাতিয়ায় ঘুরেছি। চট্টগ্রাম নগরীতে এসে সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে কনটেইনারগুলো উদ্ধারের আরজি নিয়ে ঘুরছি। কিন্তু কারও কোনো তৎপরতা দেখছি না।’
অপর প্রতিষ্ঠান ঢাকার হালিমা গ্রুপের প্রতিনিধি মো. টগর হাসান বলেন, ‘ডুবে যাওয়া জাহাজে আমাদের ৪০ ফুটের একটি কনটেইনার রয়েছে। কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে ধরনা দিচ্ছি, জাহাজ উদ্ধারে কোনো সুখবর পাচ্ছি না।’
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘ডুবে জাহাজটি উদ্ধার করবে শিপিং এজেন্ট সি গ্লোরি কর্তৃপক্ষ। কারণ, তারা জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে ভাড়ায় পরিচালনা করে আসছিল। বন্দরের কোনো সাপোর্ট দরকার হলে বন্দর তা দেবে।’
এই ব্যাপারে সি গ্লোরি শিপিং এজেন্টের অফিশিয়াল মোবাইল ফোনে কল করলে একজন নারী কর্মকর্তা রিসিভ করেন। তিনি নিজের নাম না জানিয়ে বলেন, ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে সার্ভে দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে। এই দল সবকিছু দেখে জাহাজ উদ্ধারের ব্যবস্থা নেবে।
পাঁচ দিনেও উদ্ধার হয়নি চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজ এমভি পানগাঁও এক্সপ্রেস। পণ্যের আমদানিকারকেরা জাহাজ উদ্ধারের জন্য দ্বারে দ্বারে ঘুরলেও কর্তৃপক্ষের টনক নড়ছে না।
এর আগে গত বৃহস্পতিবার (৬ জুন) চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে ভাসানচরের কাছে কাত হয়ে ডুবে যায় জাহাজটি। এতে জাহাজে থাকা তিনটি কনটেইনার ভেসে যায় এবং ৭২টি ডুবে যায়।
আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার পাটুয়াটুলী এলাকার মেসার্স সেইফ ট্রেড ইন্টারন্যাশনালের প্রতিনিধি মো. আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘ডুবে যাওয়া জাহাজ এমভি পানগাঁও এক্সপ্রেসে আমাদের ৪০ ফুটের দুই কনটেইনার চায়না থেকে আমদানি করা ইলেকট্রনিক পণ্য রয়েছে। আমাদের জীবনের সঞ্চিত সব অর্থ দিয়ে এই পণ্য আমদানি করা হয়। পাঁচ দিন ধরে ডুবে আছে এসব পণ্য।’
মো. আরিফ আরও বলেন, ‘কিন্তু উদ্ধারে কোনো তৎপরতা নেই কারও। আমরা নিজেরা সন্দ্বীপ ও হাতিয়ায় ঘুরেছি। চট্টগ্রাম নগরীতে এসে সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে কনটেইনারগুলো উদ্ধারের আরজি নিয়ে ঘুরছি। কিন্তু কারও কোনো তৎপরতা দেখছি না।’
অপর প্রতিষ্ঠান ঢাকার হালিমা গ্রুপের প্রতিনিধি মো. টগর হাসান বলেন, ‘ডুবে যাওয়া জাহাজে আমাদের ৪০ ফুটের একটি কনটেইনার রয়েছে। কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে ধরনা দিচ্ছি, জাহাজ উদ্ধারে কোনো সুখবর পাচ্ছি না।’
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘ডুবে জাহাজটি উদ্ধার করবে শিপিং এজেন্ট সি গ্লোরি কর্তৃপক্ষ। কারণ, তারা জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে ভাড়ায় পরিচালনা করে আসছিল। বন্দরের কোনো সাপোর্ট দরকার হলে বন্দর তা দেবে।’
এই ব্যাপারে সি গ্লোরি শিপিং এজেন্টের অফিশিয়াল মোবাইল ফোনে কল করলে একজন নারী কর্মকর্তা রিসিভ করেন। তিনি নিজের নাম না জানিয়ে বলেন, ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে সার্ভে দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে। এই দল সবকিছু দেখে জাহাজ উদ্ধারের ব্যবস্থা নেবে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
২৮ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে