Ajker Patrika

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১২: ০৭
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জের বিসিক শিল্পনগরী এলাকায় তেলবাহী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফাতেমা বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন তাঁর স্বামী আবু জাহের সুমন (৩২)। এ সময় ঘটনাস্থল থেকে তেলের গাড়িটি আটক করা হলেও পালিয়ে যান চালক। 

নিহত ফাতেমা বেগম জেলার সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের রামহরিতালুক গ্রামের আবু জাহের সুমনের স্ত্রী। 

গতকাল শনিবার রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এরপর আজ রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জেলার সোনাইমুড়ী উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন ফাতেমা ও সুমন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁদের মোটরসাইকেলটি ঢাকা-নোয়াখালী সড়কের চৌমুহনী চৌরাস্তাসংলগ্ন বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি তেলবাহী ট্যাংকার ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়েন সুমন ও ফাতেমা। এ সময় তেলের গাড়ির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ফাতেমা। আহত সুমনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মৃদুল কান্তি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তেলের গাড়িটি আটক করা হয়েছে। এ ঘটনায় গাড়ির চালককে আটকসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত