নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ভ্যাট দিতে আর কর অফিসে দৌড়াতে হবে না ব্যবসায়ীদের, ক্রেতারাও নিজের হাতেই দিতে পারবেন সরকারের প্রাপ্য এ রাজস্ব। কারণ নগরীর অভিজাত মার্কেটের ভেতরই এবার বসানো হচ্ছে ভ্যাট বুথ। যেখানে ভ্যাট নিবন্ধন, ভ্যাট প্রদান ও চালানের কাগজ সংগ্রহ করা যাবে অনায়াসেই।
চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার আকবর হোসেন চৌধুরী জানান, নগরীর পাঁচটি মার্কেটে আগামী সপ্তাহের মধ্যে এসব ভ্যাট বুথ স্থাপন করা হবে।
ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) এর মাধ্যমে ক্রেতারা এসব বুথে ভ্যাট দেওয়া ও চালান সংগ্রহ করতে পারবে।
জানা গেছে, আগামীকাল রোববার (৩০ মে) নগরীর ইউনেসকো সিটি সেন্টার, সোমবার (৩১ মে) সানম্যার ওশ্যান সিটি, মঙ্গলবার (১ জুন) মিমি সুপার মার্কেট এবং বুধবার (২ জুন) আফমি প্লাজা এবং খুলশী টাউন সেন্টারে এসব বুথ স্থাপন করা হবে।
তিনি জানান, এর আগেও নগরীর কয়েকটি মার্কেটে আমরা ভ্যাট বুথ বসিয়েছিলাম। সেখানে ক্রেতা, বিক্রেতাদের মাঝে সচেতনতা তৈরির পাশাপাশি আমার অন্য সময়ের তুলনায় তিনগুণ ভ্যাট বেশি আদায় করেছি। তারই ধারাবাহিকতায় আমরা নগরীর সব মার্কেটে এটি করতে যাচ্ছি। ভবিষ্যতে এ কাজের পরিধি আরও বাড়াতে চাই।
চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ-কমিশনার সাইদ আহমেদ রুবেল জানান, ইএফডি মেশিনে ভ্যাট সংগ্রহ পদ্ধতি জাতীয় রাজস্ব বোর্ডের নতুন একটি পদক্ষেপ। এ মেশিনে হয়রানিমুক্ত ভ্যাট প্রদান করা যায়। তাই আমরা চাচ্ছি ইএফডিকে জনপ্রিয় করতে। সাধারণ মানুষ ও বিক্রেতারা যাতে এ মেশিনটির সঙ্গে পরিচিত হয় সেটিই আমরা চাই। এ মেশিনে জমা হওয়া রাজস্ব সরাসরি একটি সফটওয়্যারের মাধ্যমে এন বিআরে জমা পড়ে। ফলে মাঝখানে কেউ ফাঁকি বা অনিয়ম করার আর সুযোগ থাকে না।
মেশিনটির মাধ্যমে একটি দোকান প্রতিদিন কত বিক্রি করলো এবং তার ভ্যাট কত আসলো তা জানা যাবে। একই সঙ্গে দিনের ভ্যাট দিনেই জমা পড়বে।
তিনি বলেন, আমরা ভ্যাট ব্যবস্থা জনমুখী করতে চাই। সহজ করতে চাই। তারই একটি পদক্ষেপ হলো মার্কেটে বুথ স্থাপন।
ঢাকা: ভ্যাট দিতে আর কর অফিসে দৌড়াতে হবে না ব্যবসায়ীদের, ক্রেতারাও নিজের হাতেই দিতে পারবেন সরকারের প্রাপ্য এ রাজস্ব। কারণ নগরীর অভিজাত মার্কেটের ভেতরই এবার বসানো হচ্ছে ভ্যাট বুথ। যেখানে ভ্যাট নিবন্ধন, ভ্যাট প্রদান ও চালানের কাগজ সংগ্রহ করা যাবে অনায়াসেই।
চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার আকবর হোসেন চৌধুরী জানান, নগরীর পাঁচটি মার্কেটে আগামী সপ্তাহের মধ্যে এসব ভ্যাট বুথ স্থাপন করা হবে।
ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) এর মাধ্যমে ক্রেতারা এসব বুথে ভ্যাট দেওয়া ও চালান সংগ্রহ করতে পারবে।
জানা গেছে, আগামীকাল রোববার (৩০ মে) নগরীর ইউনেসকো সিটি সেন্টার, সোমবার (৩১ মে) সানম্যার ওশ্যান সিটি, মঙ্গলবার (১ জুন) মিমি সুপার মার্কেট এবং বুধবার (২ জুন) আফমি প্লাজা এবং খুলশী টাউন সেন্টারে এসব বুথ স্থাপন করা হবে।
তিনি জানান, এর আগেও নগরীর কয়েকটি মার্কেটে আমরা ভ্যাট বুথ বসিয়েছিলাম। সেখানে ক্রেতা, বিক্রেতাদের মাঝে সচেতনতা তৈরির পাশাপাশি আমার অন্য সময়ের তুলনায় তিনগুণ ভ্যাট বেশি আদায় করেছি। তারই ধারাবাহিকতায় আমরা নগরীর সব মার্কেটে এটি করতে যাচ্ছি। ভবিষ্যতে এ কাজের পরিধি আরও বাড়াতে চাই।
চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ-কমিশনার সাইদ আহমেদ রুবেল জানান, ইএফডি মেশিনে ভ্যাট সংগ্রহ পদ্ধতি জাতীয় রাজস্ব বোর্ডের নতুন একটি পদক্ষেপ। এ মেশিনে হয়রানিমুক্ত ভ্যাট প্রদান করা যায়। তাই আমরা চাচ্ছি ইএফডিকে জনপ্রিয় করতে। সাধারণ মানুষ ও বিক্রেতারা যাতে এ মেশিনটির সঙ্গে পরিচিত হয় সেটিই আমরা চাই। এ মেশিনে জমা হওয়া রাজস্ব সরাসরি একটি সফটওয়্যারের মাধ্যমে এন বিআরে জমা পড়ে। ফলে মাঝখানে কেউ ফাঁকি বা অনিয়ম করার আর সুযোগ থাকে না।
মেশিনটির মাধ্যমে একটি দোকান প্রতিদিন কত বিক্রি করলো এবং তার ভ্যাট কত আসলো তা জানা যাবে। একই সঙ্গে দিনের ভ্যাট দিনেই জমা পড়বে।
তিনি বলেন, আমরা ভ্যাট ব্যবস্থা জনমুখী করতে চাই। সহজ করতে চাই। তারই একটি পদক্ষেপ হলো মার্কেটে বুথ স্থাপন।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে