Ajker Patrika

সরাইলে মাঠে পড়েছিল ব্যবসায়ীর মরদেহ 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সরাইলে মাঠে পড়েছিল ব্যবসায়ীর মরদেহ 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাঠ থেকে অহিদ মিয়া (৫৫) নামের এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ বুধবার সকালে উপজেলার চুন্টা গ্রামের মহাশ্মশান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত অহিদ মিয়া উপজেলার চুন্টা ইউনিয়নের বড়বল্লাহ গ্রামের লোফা মিয়ার ছেলে। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেনি অহিদ মিয়া। আজ ভোরে ফসলি জমির নালায় স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে স্বজনেরা মরদেহ শনাক্ত করে। 

ওসি আসলাম হোসেন জানান, ওই ব্যবসায়ী এর আগেও দুবার স্ট্রোক করেছে বলে জানায় তাঁর পরিবার। মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন এলে পরবতী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত