Ajker Patrika

মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নিহত ১ 

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নিহত ১ 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বুধবার বিকেলে জলাবাড়ী ইউনিয়নের পূর্ব জৌসার গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম জাফর হাওলাদার (৩৮)। তিনি ওই গ্রামের মো. জব্বার হাওলাদারের ছেলে। 

হামলায় আহত মিজান হাওলাদার (৩২) নিহত জাফরের ছোট ভাই। এছাড়া আহত অপর ব্যক্তি কালাম মোল্লা (৪০) একই গ্রামের মো. মোজাফর মিয়ার ছেলে। বর্তমানে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

প্রত্যক্ষদর্শী লিটন হাওলাদার জানান, তাদের এলাকার একটি মসজিদের নামে ৫৮ শতক জমি রয়েছে। সেখানে মসজিদ ছাড়াও বাগান রয়েছে। স্থানীয় আব্দুর রব মোল্লার ছেলেরা মসজিদের কিছু জমি নিজের দাবি করে মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ করে আসছিলেন। আজ বুধবার সকালে তাঁরা লাঠিসোঁটা নিয়ে এসে মসজিদের জমি দখলে নামে। এ সময় মসজিদের মুসল্লিরা একত্রিত হয়ে তাদের ধাওয়া দেয়। এতে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে তারা লোক ভাড়া করে এনে হামলা চালায়। 

মসজিদের সভাপতি মো. সোহারব হোসেন অভিযোগ করেন, ঘটনার দিনদুপুরে রব মোল্লার ছেলে হিরুল মোল্লা, চুন্নু মোল্লা, নান্নু মোল্লা, সাইফুল মোল্লা ঝালকাঠি থানার লোক ভাড়া করে এনে মসজিদের মুসল্লিদের ওপর হামলা চালায়। এতে জাফর মোল্লা, মিজান মোল্লা, কালাম মোল্লা, ফিরোজসহ কয়েকজনকে পিটিয়ে আহত করে। 

তিনি বলেন, স্বজনেরা ছুটে এসে আহত জাফর মোল্লা এবং মিজান মোল্লাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে সন্ধ্যার দিকে জাফর মোল্লার মৃত্যু হয়। এ ছাড়া আহত বাকি দুজনের মধ্য একজন নেছারাবাদ হাসপাতাল বাকি একজন ঝালকাঠি হাসপাতালে ভর্তি আছেন। 

অভিযোগের বিষয়ে জানার জন্য রব মোল্লার ছেলেদের ফোন দিলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত