Ajker Patrika

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে মাছ ধরার ট্রলারডুবি, ৬ জেলে নিখোঁজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৩: ৪৩
পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে মাছধরার ট্রলার ডুবে চার দিন ভেসে থাকার পর উদ্ধার জেলেদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছবি: আজকের পত্রিকা
পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে মাছধরার ট্রলার ডুবে চার দিন ভেসে থাকার পর উদ্ধার জেলেদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। গত শুক্রবারের ওই ঘটনার পর চার দিন ধরে সমুদ্রে ভেসে থাকা ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছ ধরার ট্রলার। এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম।

কূলে নিয়ে আসা অসুস্থ জেলেদের গতকাল সোমবার রাতে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।

উদ্ধার জেলেরা জানান, গত বৃহস্পতিবার সকালে আবদুর রশিদ মাঝি ১৫ জেলেসহ মহিপুর থেকে ওই ট্রলারটি নিয়ে গভীর সাগরে যান। শুক্রবার সকালে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় ও উত্তাল ঢেউয়ের আঘাতে তাঁদের ট্রলারটি ডুবে যায়। এ সময় তাঁদের কাছ থেকে একজন হারিয়ে যান। তাঁরা ১৪ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে দুই দফায় আরও পাঁচজন হারিয়ে যান। পরে তাঁরা ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছালে গতকাল রাতে দুটি ট্রলার ওই ৯ জেলেকে উদ্ধার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গত শনিবার ট্রলারের মালিক কিশোর হাওলাদার ট্রলার ডুবে জেলে নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা নিখোঁজ ছয় জেলেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত