ভোলা প্রতিনিধি
ভোলায় নতুন আরেকটি কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে ভোলা সদরের ইলিশা ইউনিয়নে অবস্থিত জেলার নবম গ্যাসকূপ ‘ইলিশা-১’ থেকে এই উত্তোলন শুরু হয়। আগামী ১৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে এর উত্তোলন কার্যক্রম শুরু করা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন কূপটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ভূতাত্ত্বিক বিভাগের জিএম মো. আলমগীর হোসেন।
তিনি আরও জানান, আজ শুক্রবার সকাল ৭টায় অগ্নি ব্যবস্থাপনার মাধ্যমে পরীক্ষামূলকভাবে কূপটিতে গ্যাস উত্তোলন শুরু করে বাপেক্স। বাপেক্সের তত্ত্বাবধানে গ্যাস তোলার কাজ করছে রাশিয়ার তেল-গ্যাস কোম্পানি ‘গ্যাজপ্রম’। গত ৯ মার্চ ‘ইলিশা-১’ কূপের খননকাজ শুরু করেছিল প্রতিষ্ঠানটি।
মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরতায় কূপটিতে গ্যাসের সন্ধান পাওয়া গেছে জানিয়ে আলমগীর হোসেন বলেন, এটি প্রায় চার কিলোমিটারজুড়ে বিস্তৃত। এখানে ১৮০ থেকে ২০০ বিলিয়ন কিউবিক ফিট (বিসিএফ) গ্যাসের মজুত থাকার সম্ভাবনা রয়েছে।
ভোলার ‘শাহবাজপুর’ ও ‘ভোলা নর্থ’ নামের দুটি গ্যাসক্ষেত্রে এ পর্যন্ত মোট ৯টি কূপ খনন করা হয়েছে। এসব কূপে ১ দশমিক ৭ ট্রিলিয়ন কিউবিক ফুট (টিসিএফ) গ্যাস মজুত রয়েছে বলে ধারণা করা হয়। ভোলায় বড় ধরনের গ্যাসে মজুত পাওয়ায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে আরও গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা দেখছে বাপেক্স। সংস্থাটি জানায়, গ্যাসের সম্ভাব্যতা যাচাই করতে চলতি বছরের অক্টোবর মাস থেকে নতুন করে তেল-গ্যাস অনুসন্ধান করবে বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগ।
১৯৯৪ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে প্রথম শাহবাজপুর গ্যাস কূপের সন্ধান পাওয়া যায়। উৎপাদন সূচনা হয় ১৯৯৫ সালের দিকে। এর পর থেকে ভোলায় একের পর এক গ্যাসের সন্ধান পাওয়ায় নতুন করে সম্ভাবনা দেখছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স।
ভোলায় নতুন আরেকটি কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে ভোলা সদরের ইলিশা ইউনিয়নে অবস্থিত জেলার নবম গ্যাসকূপ ‘ইলিশা-১’ থেকে এই উত্তোলন শুরু হয়। আগামী ১৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে এর উত্তোলন কার্যক্রম শুরু করা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন কূপটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ভূতাত্ত্বিক বিভাগের জিএম মো. আলমগীর হোসেন।
তিনি আরও জানান, আজ শুক্রবার সকাল ৭টায় অগ্নি ব্যবস্থাপনার মাধ্যমে পরীক্ষামূলকভাবে কূপটিতে গ্যাস উত্তোলন শুরু করে বাপেক্স। বাপেক্সের তত্ত্বাবধানে গ্যাস তোলার কাজ করছে রাশিয়ার তেল-গ্যাস কোম্পানি ‘গ্যাজপ্রম’। গত ৯ মার্চ ‘ইলিশা-১’ কূপের খননকাজ শুরু করেছিল প্রতিষ্ঠানটি।
মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরতায় কূপটিতে গ্যাসের সন্ধান পাওয়া গেছে জানিয়ে আলমগীর হোসেন বলেন, এটি প্রায় চার কিলোমিটারজুড়ে বিস্তৃত। এখানে ১৮০ থেকে ২০০ বিলিয়ন কিউবিক ফিট (বিসিএফ) গ্যাসের মজুত থাকার সম্ভাবনা রয়েছে।
ভোলার ‘শাহবাজপুর’ ও ‘ভোলা নর্থ’ নামের দুটি গ্যাসক্ষেত্রে এ পর্যন্ত মোট ৯টি কূপ খনন করা হয়েছে। এসব কূপে ১ দশমিক ৭ ট্রিলিয়ন কিউবিক ফুট (টিসিএফ) গ্যাস মজুত রয়েছে বলে ধারণা করা হয়। ভোলায় বড় ধরনের গ্যাসে মজুত পাওয়ায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে আরও গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা দেখছে বাপেক্স। সংস্থাটি জানায়, গ্যাসের সম্ভাব্যতা যাচাই করতে চলতি বছরের অক্টোবর মাস থেকে নতুন করে তেল-গ্যাস অনুসন্ধান করবে বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগ।
১৯৯৪ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে প্রথম শাহবাজপুর গ্যাস কূপের সন্ধান পাওয়া যায়। উৎপাদন সূচনা হয় ১৯৯৫ সালের দিকে। এর পর থেকে ভোলায় একের পর এক গ্যাসের সন্ধান পাওয়ায় নতুন করে সম্ভাবনা দেখছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১ সেকেন্ড আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৯ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৪ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৭ মিনিট আগে