পটুয়াখালীর বাউফল পৌরসভার মুজিব চত্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির অংশবিশেষ ভেঙেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা-ভাঙচুর করেছেন যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে এক পথচারী মুজিব চত্বরে হাঁটতে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙা দেখে বাউফল পৌরসভার মেয়রকে জানান।
বিষয়টি জানাজানি হলে বিকেল ৫টার দিকে উপজেলা যুবলীগের ব্যানারে একটি ‘শান্তি শোভাযাত্রা’ থেকে উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় ওই কার্যালয়ের জানালার থাই গ্লাস, চেয়ারসহ অন্য আসবাব ভাঙচুর করা হয়।
বাউফল পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ বাউফল পৌরসভার মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হকের উদ্যোগে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সড়কের পাশে মুজিব চত্বরে প্রতিকৃতিটি স্থাপন করা হয়।
বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক এ বিষয়ে বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পুলিশকে জানিয়েছি। এর চেয়ে জঘন্য কাজ আর কী হতে পারে?’ তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান। এদিকে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তসলিম তালুকদার এ বিষয়ে বলেন, ‘যুবলীগের ব্যানারে শান্তি শোভাযাত্রার নামে কোনো কারণ ছাড়াই বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এটা অপরাজনীতি ছাড়া কিছুই না।’
জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) শাহেদ আহম্মেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সরেজমিন পরিদর্শন করেছি। প্রথম ঘটনায় নিয়মিত মামলা হবে এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। আমি বরগুনার পথে আছি। তাই বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের বিষয়ে কিছু জানি না।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালীর বাউফল পৌরসভার মুজিব চত্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির অংশবিশেষ ভেঙেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা-ভাঙচুর করেছেন যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে এক পথচারী মুজিব চত্বরে হাঁটতে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙা দেখে বাউফল পৌরসভার মেয়রকে জানান।
বিষয়টি জানাজানি হলে বিকেল ৫টার দিকে উপজেলা যুবলীগের ব্যানারে একটি ‘শান্তি শোভাযাত্রা’ থেকে উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় ওই কার্যালয়ের জানালার থাই গ্লাস, চেয়ারসহ অন্য আসবাব ভাঙচুর করা হয়।
বাউফল পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ বাউফল পৌরসভার মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হকের উদ্যোগে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সড়কের পাশে মুজিব চত্বরে প্রতিকৃতিটি স্থাপন করা হয়।
বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক এ বিষয়ে বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পুলিশকে জানিয়েছি। এর চেয়ে জঘন্য কাজ আর কী হতে পারে?’ তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান। এদিকে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তসলিম তালুকদার এ বিষয়ে বলেন, ‘যুবলীগের ব্যানারে শান্তি শোভাযাত্রার নামে কোনো কারণ ছাড়াই বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এটা অপরাজনীতি ছাড়া কিছুই না।’
জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) শাহেদ আহম্মেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সরেজমিন পরিদর্শন করেছি। প্রথম ঘটনায় নিয়মিত মামলা হবে এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। আমি বরগুনার পথে আছি। তাই বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের বিষয়ে কিছু জানি না।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
৬ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
৯ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩৫ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে