Ajker Patrika

ঘূর্ণিঝড়ে বরিশাল ও হাতিয়ায় ক্ষয়ক্ষতি নেই, নৌ চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৭: ০০
ঘূর্ণিঝড়ে বরিশাল ও হাতিয়ায় ক্ষয়ক্ষতি নেই, নৌ চলাচল স্বাভাবিক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের তেমন প্রভাব পড়েনি বরিশাল ও নোয়াখালী জেলার উপকূলীয় এলাকা হাতিয়ায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে দুটি এলাকাতেই এক দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে সারা দেশের নৌ চলাচল। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে এ এলাকাবাসীর মধ্যে যে আতঙ্ক ছিল, তা বর্তমানে কেটে গেছে। 

আজ বুধবার সকাল ৭টায় হাতিয়ার চতলার ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যায় বার আউলিয়া নামের একটি যাত্রীবাহী ট্রলার। এ ছাড়া উপজেলার বিভিন্ন ঘাট থেকে বেশ কয়েকটি ট্রলার ও স্পিডবোট ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে। 

অন্যদিকে সকাল ৮টা থেকে বরিশাল থেকেও সব রুটে সব ধরনের নৌ চলাচল শুরু হয় বলে জানিয়েছেন নৌবন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে, সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।’ 

হাতিয়া উপকূলের স্থানীয় বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় হামুন হাতিয়া উপকূলে আঘাত হানবে—আবহাওয়া অফিসের এমন তথ্যে হাতিয়ার বাসিন্দাদের মধ্যে গতকাল মঙ্গলবার দিনব্যাপী আতঙ্ক কাজ করছিল। নদীর তীরের দোকানপাট থেকে বিকেলের মধ্যে সব মালামাল নিরাপদে সরিয়ে নেন ব্যবসায়ীরা। মেঘনার পাশে বসতি থাকা অনেকেই সরে যান নিরাপদ আশ্রয়ে। তবে আজ বুধবার সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রৌদ্রোজ্জ্বল পরিবেশে স্বস্তি ফিরে দ্বীপবাসীর মধ্যে। 

সকালে সরেজমিন দেখা যায়, হাতিয়ার নলচিরা ঘাটে যাত্রীদের ভিড়। এদের মধ্যে চট্টগ্রাম থেকে নিঝুমদ্বীপে আসা পর্যটকেরা নদী পার হচ্ছেন। তাঁরা জানান, গতকাল দুপুরে ঘাট থেকে ফিরে গেছেন। সকালে নৌ চলাচল স্বাভাবিক হওয়ায় এখন নদী পার হচ্ছেন। 

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী আজকের পত্রিকাকে বলেন, ‘হামুনের তেমন প্রভাব পড়েনি হাতিয়ায়। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নৌ চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সকাল থেকে যাত্রীরা বিভিন্ন রুটে চলাচল করছে।’ 

প্রায় একই রকম পরিস্থিতি বরিশালেও। দিনভর নগরীসহ আশপাশের আবহাওয়া ছিল স্বাভাবিক। ঝড়ে কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। গতকাল দিবাগত মধ্যরাত থেকে দক্ষিণাঞ্চলের ওপর থেকে শঙ্কা কেটে যায়। 

আজ সকালে নৌবন্দর ঘুরে দেখা গেছে, অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে। বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলাচলের প্রস্তুতি চলছে। যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে ছুটছেন। 

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হামুন কক্সবাজারে আঘাত হেনেছে। যে কারণে দক্ষিণাঞ্চলের ওপরে তেমন প্রভাব দেখা যায়নি। তবে ঘূর্ণিঝড়-পরবর্তী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত