আমতলী (বরগুনা) প্রতিনিধি
বিয়ের দাবিতে বরগুনার আমতলীতে প্রবাসীর বাড়িতে (প্রেমিক) অনশনে বসা তরুণীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান হাসান ইপ্তির আদালতে মামলাটি করা হয়।
আদালত মামলা আমলে নিয়ে থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। আত্মহত্যার হুমকির অভিযোগে করা মামলার বাদী প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বড় ভাই আল আমিন বিশ্বাস।
আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশকার মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আল আমিন বিশ্বাস বাদী হয়ে ওই মেয়ের বিরুদ্ধে মামলা করেছেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।’
এর আগে গত শুক্রবার প্রবাসী মহিউদ্দিন ওই তরুণীকে মোবাইল ফোনে জানিয়ে দেন, তাঁকে বিয়ে করা সম্ভব নয়। পরে রাত ৯টার দিকে অনশনে বসেন তরুণী। গতকাল শনিবার রাতে মহিউদ্দিন বিশ্বাসের মা নাসিমা বেগম তরুণীকে তাঁর ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ঘরে তোলেন।
জানা গেছে, আমতলী পৌর শহরের ওই তরুণীর সঙ্গে উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের বাসিন্দা মহিউদ্দিন বিশ্বাস ১৬ বছর আগে প্রেমের সম্পর্ক হয়।
তখন মহিউদ্দিন দশম শ্রেণিতে এবং তরুণী একই বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ১৬ বছর ধরে চলা সম্পর্কে মহিউদ্দিন বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেছেন—এমন অভিযোগ তরুণীর।
২০১৭ সালে মহিউদ্দিন কুয়েতে চলে যান। সেখানে যাওয়ার পর বেশ কয়েকবার পরিবার থেকে তরুণীকে বিয়ে দিতে উদ্যোগ নেয়, কিন্তু মহিউদ্দিন বিয়ে পণ্ড করে দেন।
৮ বছর পর গত ৪ মার্চ তিনি (মহিউদ্দিন) কুয়েত থেকে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক চলে আসছে। তাঁদের সম্পর্কের কথা দুই পরিবার জানত।
ভুক্তভোগী তরুণী বলেন, ‘আমার জীবন থেকে মহিউদ্দিন ১৬টি বছর নষ্ট করে দিয়েছে। আমার পরিবার বেশ কয়েকবার বিয়ের উদ্যোগ নিয়েছে, কিন্তু মহিউদ্দিন ভেঙে দিয়েছে। আমার সঙ্গে মহিউদ্দিন শারীরিক সম্পর্ক করেছে। এত কিছুর পর জানতে পারলাম, আমার বিরুদ্ধে মহিউদ্দিনের বড় ভাই আল আমিন বাদী হয়ে মামলা করেছে।’
এ বিষয়ে জানতে মহিউদ্দিন বিশ্বাসের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।
অন্যদিকে মামলার বিষয়টি অস্বীকার করে বাদী আল আমিন বিশ্বাস বলেন, ‘আমার ভাই মহিউদ্দিন বিশ্বাসের সঙ্গে ওই মেয়ের বিয়ে দেওয়ার কথাবার্তা চলছে। আমি কেন তার বিরুদ্ধে মামলা দেব? আদালতে আপনার স্বাক্ষর দিয়ে কে মামলা করেছে—এমন প্রশ্নে তিনি মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।’
তবে আইনজীবী মো. রেজাউল করিম রেজা বলেন, ‘ওই মেয়েকে আসামি করে কুয়েতপ্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বড় ভাই আল আমিন বিশ্বাস বাদী হয়ে মামলা করেছেন।’
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আদালতের কোনো নথিপত্র পাইনি। আদালতের আদেশমতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিয়ের দাবিতে বরগুনার আমতলীতে প্রবাসীর বাড়িতে (প্রেমিক) অনশনে বসা তরুণীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান হাসান ইপ্তির আদালতে মামলাটি করা হয়।
আদালত মামলা আমলে নিয়ে থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। আত্মহত্যার হুমকির অভিযোগে করা মামলার বাদী প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বড় ভাই আল আমিন বিশ্বাস।
আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশকার মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আল আমিন বিশ্বাস বাদী হয়ে ওই মেয়ের বিরুদ্ধে মামলা করেছেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।’
এর আগে গত শুক্রবার প্রবাসী মহিউদ্দিন ওই তরুণীকে মোবাইল ফোনে জানিয়ে দেন, তাঁকে বিয়ে করা সম্ভব নয়। পরে রাত ৯টার দিকে অনশনে বসেন তরুণী। গতকাল শনিবার রাতে মহিউদ্দিন বিশ্বাসের মা নাসিমা বেগম তরুণীকে তাঁর ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ঘরে তোলেন।
জানা গেছে, আমতলী পৌর শহরের ওই তরুণীর সঙ্গে উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের বাসিন্দা মহিউদ্দিন বিশ্বাস ১৬ বছর আগে প্রেমের সম্পর্ক হয়।
তখন মহিউদ্দিন দশম শ্রেণিতে এবং তরুণী একই বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ১৬ বছর ধরে চলা সম্পর্কে মহিউদ্দিন বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেছেন—এমন অভিযোগ তরুণীর।
২০১৭ সালে মহিউদ্দিন কুয়েতে চলে যান। সেখানে যাওয়ার পর বেশ কয়েকবার পরিবার থেকে তরুণীকে বিয়ে দিতে উদ্যোগ নেয়, কিন্তু মহিউদ্দিন বিয়ে পণ্ড করে দেন।
৮ বছর পর গত ৪ মার্চ তিনি (মহিউদ্দিন) কুয়েত থেকে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক চলে আসছে। তাঁদের সম্পর্কের কথা দুই পরিবার জানত।
ভুক্তভোগী তরুণী বলেন, ‘আমার জীবন থেকে মহিউদ্দিন ১৬টি বছর নষ্ট করে দিয়েছে। আমার পরিবার বেশ কয়েকবার বিয়ের উদ্যোগ নিয়েছে, কিন্তু মহিউদ্দিন ভেঙে দিয়েছে। আমার সঙ্গে মহিউদ্দিন শারীরিক সম্পর্ক করেছে। এত কিছুর পর জানতে পারলাম, আমার বিরুদ্ধে মহিউদ্দিনের বড় ভাই আল আমিন বাদী হয়ে মামলা করেছে।’
এ বিষয়ে জানতে মহিউদ্দিন বিশ্বাসের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।
অন্যদিকে মামলার বিষয়টি অস্বীকার করে বাদী আল আমিন বিশ্বাস বলেন, ‘আমার ভাই মহিউদ্দিন বিশ্বাসের সঙ্গে ওই মেয়ের বিয়ে দেওয়ার কথাবার্তা চলছে। আমি কেন তার বিরুদ্ধে মামলা দেব? আদালতে আপনার স্বাক্ষর দিয়ে কে মামলা করেছে—এমন প্রশ্নে তিনি মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।’
তবে আইনজীবী মো. রেজাউল করিম রেজা বলেন, ‘ওই মেয়েকে আসামি করে কুয়েতপ্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বড় ভাই আল আমিন বিশ্বাস বাদী হয়ে মামলা করেছেন।’
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আদালতের কোনো নথিপত্র পাইনি। আদালতের আদেশমতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
১ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
১ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
১ ঘণ্টা আগে