Ajker Patrika

জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

ঝালকাঠি প্রতিনিধি
জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

ঝালকাঠির নলছিটিতে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে নলছিটি পৌরসভার খাজুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন—রশিদ হাওলাদার (৬৫) তাঁর ছেলে ইমরান হাওলাদার (৩০) ও ইমরানের স্ত্রী ফাহিমা (২৫)। 

আহত রশিদ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার বলেন, ‘উপজেলার খাজুরিয়া এলাকায় আমাদের পরিবারের সঙ্গে জমাজমি নিয়ে ইদ্রিস হাওলাদারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে ইদ্রিস হাওলাদারের নেতৃত্বে তাঁর ছেলে শহিদ (৩০) ও তাঁর মেয়ে জামাই একত্র হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমার বাবা রশিদ হাওলাদার (৬৫) ভাই ইমরান হাওলাদার (৩০) ও ভাইয়ের স্ত্রী ফাহিমাকে (২৫) কুপিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

রাসেল হাওলাদার বলেন, এ ঘটনায় আমরা মামলা দায়ের করব। 

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইদ্রিস হাওলাদারকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আহতরা চিকিৎসাধীন অবস্থায় আছেন। তবে এ ঘটনায় তাঁরা থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত