Ajker Patrika

কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের ১৯ মামলায় জরিমানা আদায়

প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর) 
আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৯: ২০
কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের ১৯ মামলায় জরিমানা আদায়

কাউখালীতে দ্বিতীয় দফা কঠোর লকডাউনের প্রথম দিনে আজ শুক্রবার ২৩ জুলাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৯ মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। আজ কঠোরভাবে লকডাউন পালনে চেষ্টা করেছে প্রশাসন। সরকারি বিধিনিষেধ অমান্য করায় অনেককে জরিমানা করা হয়। 

আজ উপজেলার কোথাও তেমন কোন দোকানপাট খোলা ছিল না। রাস্তা-ঘাটে প্রয়োজন ছাড়া লোকজন দেখা যায়নি। উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্ক অবস্থানে। অব্যাহত ছিল উপজেলা প্রশাসনের মাস্ক বিতরণ। লকডাউনের সময় ৩৩৩ নম্বরে খাদ্য সহায়তা চাইলে গৃহবন্দী মানুষের মাঝে প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 

স্বাস্থ্যবিধি না মানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা এবং সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি বিভিন্ন পয়েন্টে আলাদাভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। স্বাস্থ্যবিধি না মানা এবং লকডাউনের নিষেধাজ্ঞা না মেনে গাড়ি চালানোর অপরাধে ১৪টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। অপরদিকে সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি আজ ৫টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত