পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা, পৌরসভা ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার এক ঘণ্টা পরই স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে কমিটি ঘোষণার পর সভাপতির পদ না পেয়ে উপজেলা ছাত্রলীগের আগের কমিটির সাধারণ সম্পাদক টাকা ফেরত চেয়ে ফেসবুকে পোস্ট দেন। কিছুক্ষণ পরই কমিটিগুলো স্থগিত করা হয়।
জানা গেছে, জেলার কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিক তালুকদার নতুন কমিটিতে সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। কিন্তু গতকাল সোমবার রাতে কমিটি ঘোষণার পর পদ না পেয়ে টাকাভর্তি বাজারের ব্যাগের একটি ছবি ফেসবুকে পোস্ট করে টাকা ফেরত চেয়েছেন আশিক। তিনি দাবি করেন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ওই পদ দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়েছেন। তিনি জেলা ছাত্রলীগের সভাপতি ঘরানার নেতা হিসেবে পরিচিত।
গতকাল রাত ১১টার দিকে কমিটি ঘোষণার পর রাত ১১টা ৪০ মিনিটে আশিক তালুকদার ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ‘জেলা ছাত্রলীগ সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি, যে টাকাগুলো নিয়েছেন ফেরত দেন। নাইলে গণভবনে যাব বাকি ডকুমেন্ট নিয়ে।’ এরপর রাত ১২টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ‘জরুরি সিদ্ধান্তে’ তিনটি কমিটিই স্থগিত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আগের কমিটির উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি যেহেতু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি, তাই সভাপতি ক্যান্ডিডেট হতে চাইনি। এরপরও জেলা সভাপতি সাইফুল ইসলাম আমাকে ক্যান্ডিডেট হতে বলেন। বিভিন্ন সময় তিনি বিভিন্ন অজুহাতে ২০ হাজার, ৩০ হাজার এমনকি ৫ হাজার টাকা করেও নিয়েছেন। ধাপে ধাপে আমার কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন তিনি। তাঁর এক খালাতো ভাইয়ের মাধ্যমেও টাকা নিয়েছেন।’
আশিক তালুকদার দাবি করেন, ‘সর্বশেষ কোরবানির চার-পাঁচ দিন আগে আমাকে ফোন করে বলেন, “কমিটি দেওয়া হবে, কী করলি।” আমার কাছে তিনি ২০ লাখ টাকা চাইলে আমি বলি, ভাই, এত টাকা কীভাবে দিব। পরে আমি তাকে ১৫ লাখ টাকা দেই। পটুয়াখালী নেছারিয়া মাদ্রাসার দিকে যেতে হাতের ডানে খান মোশারেফ হোসেনের বাসার সিঁড়িতে বসে তিনি আমার কাছ থেকে টাকা নেন।’
আশিক তালুকদার বলেন, ‘১৫ লাখ টাকার মধ্যে ৫০০ টাকার বান্ডিল ছিল ১২টা। ৫০০ এবং ১ হাজার টাকার মিলিয়ে একটি বান্ডিলে ছিল ১ লাখ টাকা এবং বাকিগুলো ছিল ১ হাজার টাকার বান্ডিল।’
এদিকে ফেসবুকে টাকাভর্তি ব্যাগের ছবি পোস্ট করায় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহানুর রহমান সুজন মোবাইল ফোনে পোস্ট ডিলিট করতে হুমকি দেন বলে অভিযোগ করেন আশিক।
আজ মঙ্গলবার সকালে আশিক তালুকদার তাঁর ফেসবুক পোস্টটি সরিয়ে ফেলেছেন। পোস্টটি সরিয়ে নেওয়ার কারণ জানতে চাইলে আশিক বলেন, ‘দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল, তাই সকালে আমি পোস্টটি সরিয়ে ফেলেছি। কিন্তু কারও চাপে পড়ে সরাইনি।’
তবে শুধু আশিক তালুকদার নন, উপজেলার পদপ্রত্যাশী বিভিন্ন পর্যায়ের নেতার কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে উপজেলা আওয়ামী লীগ। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোতালেব তালুকদার বলেন, ‘কী আর বলব, কমিটি নিয়ে টাকার প্রতিযোগিতা গেছে এই দুই দিন। কেউ জমি বিক্রি করে টাকা দিছে, কেউ ঘরের স্বর্ণ বন্ধক রেখে টাকা দিছে। এ ঘটনা সত্য, এগুলো এখন সবার মুখে মুখে।’
এ বিষয়ে জানতে গত রাত থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের মোবাইলে ফোন করে তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জানতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান আরিফের মোবাইলে ফোন করলে তিনি রিসিভ করেননি।
তবে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি হাসিবুল হাসান বলেন, ‘এ রকম অভিযোগ গত কমিটিতেও হয়েছে। তখন আরও বেশি টাকা দিয়েছে। তবে আমি কোনো টাকা দেই নাই, যোগ্যতার ভিত্তিতে কমিটি পেয়েছি। অন্যদের কথা জানি না।’
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা, পৌরসভা ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার এক ঘণ্টা পরই স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে কমিটি ঘোষণার পর সভাপতির পদ না পেয়ে উপজেলা ছাত্রলীগের আগের কমিটির সাধারণ সম্পাদক টাকা ফেরত চেয়ে ফেসবুকে পোস্ট দেন। কিছুক্ষণ পরই কমিটিগুলো স্থগিত করা হয়।
জানা গেছে, জেলার কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিক তালুকদার নতুন কমিটিতে সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। কিন্তু গতকাল সোমবার রাতে কমিটি ঘোষণার পর পদ না পেয়ে টাকাভর্তি বাজারের ব্যাগের একটি ছবি ফেসবুকে পোস্ট করে টাকা ফেরত চেয়েছেন আশিক। তিনি দাবি করেন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ওই পদ দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়েছেন। তিনি জেলা ছাত্রলীগের সভাপতি ঘরানার নেতা হিসেবে পরিচিত।
গতকাল রাত ১১টার দিকে কমিটি ঘোষণার পর রাত ১১টা ৪০ মিনিটে আশিক তালুকদার ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ‘জেলা ছাত্রলীগ সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি, যে টাকাগুলো নিয়েছেন ফেরত দেন। নাইলে গণভবনে যাব বাকি ডকুমেন্ট নিয়ে।’ এরপর রাত ১২টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ‘জরুরি সিদ্ধান্তে’ তিনটি কমিটিই স্থগিত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আগের কমিটির উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি যেহেতু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি, তাই সভাপতি ক্যান্ডিডেট হতে চাইনি। এরপরও জেলা সভাপতি সাইফুল ইসলাম আমাকে ক্যান্ডিডেট হতে বলেন। বিভিন্ন সময় তিনি বিভিন্ন অজুহাতে ২০ হাজার, ৩০ হাজার এমনকি ৫ হাজার টাকা করেও নিয়েছেন। ধাপে ধাপে আমার কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন তিনি। তাঁর এক খালাতো ভাইয়ের মাধ্যমেও টাকা নিয়েছেন।’
আশিক তালুকদার দাবি করেন, ‘সর্বশেষ কোরবানির চার-পাঁচ দিন আগে আমাকে ফোন করে বলেন, “কমিটি দেওয়া হবে, কী করলি।” আমার কাছে তিনি ২০ লাখ টাকা চাইলে আমি বলি, ভাই, এত টাকা কীভাবে দিব। পরে আমি তাকে ১৫ লাখ টাকা দেই। পটুয়াখালী নেছারিয়া মাদ্রাসার দিকে যেতে হাতের ডানে খান মোশারেফ হোসেনের বাসার সিঁড়িতে বসে তিনি আমার কাছ থেকে টাকা নেন।’
আশিক তালুকদার বলেন, ‘১৫ লাখ টাকার মধ্যে ৫০০ টাকার বান্ডিল ছিল ১২টা। ৫০০ এবং ১ হাজার টাকার মিলিয়ে একটি বান্ডিলে ছিল ১ লাখ টাকা এবং বাকিগুলো ছিল ১ হাজার টাকার বান্ডিল।’
এদিকে ফেসবুকে টাকাভর্তি ব্যাগের ছবি পোস্ট করায় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহানুর রহমান সুজন মোবাইল ফোনে পোস্ট ডিলিট করতে হুমকি দেন বলে অভিযোগ করেন আশিক।
আজ মঙ্গলবার সকালে আশিক তালুকদার তাঁর ফেসবুক পোস্টটি সরিয়ে ফেলেছেন। পোস্টটি সরিয়ে নেওয়ার কারণ জানতে চাইলে আশিক বলেন, ‘দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল, তাই সকালে আমি পোস্টটি সরিয়ে ফেলেছি। কিন্তু কারও চাপে পড়ে সরাইনি।’
তবে শুধু আশিক তালুকদার নন, উপজেলার পদপ্রত্যাশী বিভিন্ন পর্যায়ের নেতার কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে উপজেলা আওয়ামী লীগ। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোতালেব তালুকদার বলেন, ‘কী আর বলব, কমিটি নিয়ে টাকার প্রতিযোগিতা গেছে এই দুই দিন। কেউ জমি বিক্রি করে টাকা দিছে, কেউ ঘরের স্বর্ণ বন্ধক রেখে টাকা দিছে। এ ঘটনা সত্য, এগুলো এখন সবার মুখে মুখে।’
এ বিষয়ে জানতে গত রাত থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের মোবাইলে ফোন করে তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জানতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান আরিফের মোবাইলে ফোন করলে তিনি রিসিভ করেননি।
তবে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি হাসিবুল হাসান বলেন, ‘এ রকম অভিযোগ গত কমিটিতেও হয়েছে। তখন আরও বেশি টাকা দিয়েছে। তবে আমি কোনো টাকা দেই নাই, যোগ্যতার ভিত্তিতে কমিটি পেয়েছি। অন্যদের কথা জানি না।’
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪১ মিনিট আগেসোনারগাঁয়ে খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর রিজভী (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে