পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে একটি দুগ্ধ খামারের চারটি গরু মারা গেছে। এ সময় গরু বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন খামারি জাহাঙ্গীর খলিফা (৩৫)। গুরুতর আহত অবস্থায় তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার গভীর রাতে সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের পিরতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে খামারির অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, খামারি জাহাঙ্গীর খলিফা আগে দিনমজুরি করে ও রিকশা চালিয়ে সংসার চালাতেন। একপর্যায়ে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে তিনি একটি গরুর খামার করেন। খামারে প্রতিদিন ৪০ লিটার দুধ উৎপাদন হতো, যা তিনি নিজে নিয়মিত পটুয়াখালী শহরের পুরান বাজারে বিক্রি করতেন। খামারটি গতকাল শনিবার রাতে দৃর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দেয়।
খামারি জাহাঙ্গীর বলেন, ‘আমার আর কিছু রইল না। এই খামার থেকেই যা আয় হতো, তা দিয়ে আমার সংসার চলত। সবে একটু ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা শুরু করেছিলাম। কিন্তু এক রাতেই আমার সব শেষ করে দেওয়া হয়েছে।’
পটুয়াখালী জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘জাহাঙ্গীর একজন সফল খামারি ছিল। সে নিজের খামারে উৎপাদিত দুধ নিজেই বাজারে বিক্রি করত। তার এই ক্ষতি সে একা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারবে না। সরকার ও সমাজের বিত্তবানদের জাহাঙ্গীরের পাশে দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আজ সকালেও পুলিশের একটি দল ওই এলাকায় কাজ করছে। এটি আসলে দুর্ঘটনা নাকি শত্রুতাবশত করা হয়েছে, সেই রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’
পটুয়াখালীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে একটি দুগ্ধ খামারের চারটি গরু মারা গেছে। এ সময় গরু বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন খামারি জাহাঙ্গীর খলিফা (৩৫)। গুরুতর আহত অবস্থায় তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার গভীর রাতে সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের পিরতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে খামারির অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, খামারি জাহাঙ্গীর খলিফা আগে দিনমজুরি করে ও রিকশা চালিয়ে সংসার চালাতেন। একপর্যায়ে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে তিনি একটি গরুর খামার করেন। খামারে প্রতিদিন ৪০ লিটার দুধ উৎপাদন হতো, যা তিনি নিজে নিয়মিত পটুয়াখালী শহরের পুরান বাজারে বিক্রি করতেন। খামারটি গতকাল শনিবার রাতে দৃর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দেয়।
খামারি জাহাঙ্গীর বলেন, ‘আমার আর কিছু রইল না। এই খামার থেকেই যা আয় হতো, তা দিয়ে আমার সংসার চলত। সবে একটু ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা শুরু করেছিলাম। কিন্তু এক রাতেই আমার সব শেষ করে দেওয়া হয়েছে।’
পটুয়াখালী জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘জাহাঙ্গীর একজন সফল খামারি ছিল। সে নিজের খামারে উৎপাদিত দুধ নিজেই বাজারে বিক্রি করত। তার এই ক্ষতি সে একা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারবে না। সরকার ও সমাজের বিত্তবানদের জাহাঙ্গীরের পাশে দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আজ সকালেও পুলিশের একটি দল ওই এলাকায় কাজ করছে। এটি আসলে দুর্ঘটনা নাকি শত্রুতাবশত করা হয়েছে, সেই রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
১ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
১ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
১ ঘণ্টা আগে