Ajker Patrika

পুকুরে ডুবে ২ ভাই বোনের মৃত্যু

ভোলা প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৮: ৫৫
পুকুরে ডুবে ২ ভাই বোনের মৃত্যু

ভোলায় পুকুর পাড়ে মাছ কুড়াতে গিয়ে একই বাড়ির রেয়ানা (৬) ও জাহিদ (৪) নামের দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ ইলিশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে কালুমিয়ার হাট গ্রামের হামিদউল্লা মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই বাড়ির মো. খোকন মাঝির বড় মেয়ে রেহানা ও তার চাচাতো ভাই জসিম মাঝির ছোট ছেলে জাহিদ। রেহানা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, আজ সকাল ১১টার দিকে জসিম মাঝি বাড়ির পাশের পুকুরে জাল দিয়ে মাছ শিকার করতে যান। তখন বাড়ির ছেলে মেয়েরা মাছ কুড়াতে যায়। মাছ শিকার শেষে জসিম মাঝি জাল ও মাছ নিয়ে বাড়িতে চলে আসেন। আর অন্য ছেলে মেয়েরাও চলে যায়। কিন্তু রিয়ানা ও জাহিদুল তখনো পুকুর পাড়ে খেলছিল। জসিম মাঝি চলে আসার প্রায় দুই ঘণ্টা পর বাড়িতে তাদের খোঁজ শুরু হয়।

জসিম মাঝির মেয়ে ও মৃত জাহিদুলের বড় বোন হাফছা পুকুরের পানিতে দুজনকে ভাসতে দেখে চিৎকার করে। স্থানীয়রা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, মাছ কুড়ানোর সময় জাহিদুল পানিতে পড়ে গেলে রেয়ানা তাকে উদ্ধার করতে গিয়ে সেও পড়ে যায়। এতে দুজনেরই মৃত্যু হয়।

ভোলা সদর হাসপাতালে আরএমও ডা. নিরুপম সরকার দুই ভাই-বোনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, ইলিশা ইউনিয়ন থেকে পানিতে পড়া ৬ বছর ও  ৪ বছর বয়সী দুই শিশুকে সদর হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত