Ajker Patrika

পিরোজপুরে বাড়ি থেকে ডেকে নেওয়া ট্রলারচালকের ইট বাঁধা লাশ মিলল খালে

পিরোজপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাড়ি থেকে ডেকে নেওয়া এক ট্রলারচালকের লাশ পাওয়া গেছে খালে। হাত-পা বেঁধে লাশের সঙ্গে ইট ঝুলিয়ে দেওয়া ছিল।

পুলিশ আজ সোমবার দুপুরে উপজেলার কাপালিরহাট খাল থেকে লাশটি উদ্ধার করে। নিহত ট্রলারচালকের নাম রব্বানী ব্যাপারী (২৫)। তিনি ভিটাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মন্টু ব্যাপারীর ছেলে।

পরিবারের সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদক কারবার নিয়ে স্থানীয় কয়েক ব্যক্তির সঙ্গে রব্বানীর বিরোধ ছিল। প্রতিপক্ষের রবিউল, সুদেব, ইলিয়াস ও মিলন গতকাল রোববার রাত ১০টার দিকে রব্বানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর ঘরে ফেরেননি। আজ সকালে গ্রামবাসী কাপালিরহাট খালে তাঁর ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য দিনার মাহমুদ রাসেল বলেন, ‘ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করছি।’

রব্বানীর বাবা মন্টু বলেন, ‘আমার ছেলেকে প্রতিপক্ষের লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। গতকাল রাত ১০টার দিকে প্রতিপক্ষের রবিউল, সুদেব, ইলিয়াস ও মিলন রব্বানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সুষ্ঠু তদন্ত করে ছেলে হত্যার বিচার চাই।’

এ ব্যাপারে ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মানিক হালদার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত