Ajker Patrika

ভোলায় খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

ভোলা প্রতিনিধি
ভোলায় খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

ভোলার দৌলতখান উপজেলায় খালের পানিতে ডুবে মো. জিহাদ (৩) ও কনিকা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু সম্পর্কে ফুপাতো ভাই-বোন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন চর মেদুয়া ইউনিয়নের চর নেয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। তারা ওই গ্রামের মৃত মহিউদ্দিন ও গিয়াসউদ্দিনের সন্তান।

ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবারের বরাত দিয়ে মেদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মো. মাকসুদুর রহমান ও দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, নিহতের বাড়ি ওই চরের একটি খালের পাশে। সকাল ১০টার দিকে নিহত জিহাদ ও কনিকা সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে খালে চলে যায়। এ সময় অসাবধানতাবশত খালের পানিতে পড়ে ডুবে যায়। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় এক জেলে জিহাদের মরদেহ খালের পানিতে ভাসতে দেখেন। তাৎক্ষণিক চারদিকে ডাক-চিৎকার শুরু হলে জিহাদের মা তার (জিহাদের) মরদেহ খাল থেকে উদ্ধার করার সঙ্গে সঙ্গে একই জায়গায় ভেসে ওঠে বোন কনিকার মরদেহও।

পরে তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন রোববার বিকেলে আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশু দুইটির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত