নিজস্ব প্রতিবেদক, বরিশাল
রাজধানীর মিরপুরে জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের মারা যাওয়া তিনজনের লাশ দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে জানাজা শেষে ঝালকাঠির সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগরপাশা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মিজান হাওলাদার, স্ত্রী মুক্তা বেগম ও তাঁদের সাত বছর বয়সী শিশু লিমা আক্তারের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় জেলার সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগরপাশা গ্রামের পরিবেশ নিহতের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে।
এদিকে বিদ্যুতায়িতের ঘটনায় প্রাণে বেঁচে ফিরেছে মিজান-মুক্তা দম্পতির সাত মাসের ছেলে হোসাইন হাওলাদার।
স্বজনেরা বলছেন, মা-বাবা ও আর বোন হারানো ছোট্ট হোসাইনের কান্না থামাতেই পারছেন না তাঁরা।
নিহত মিজানের বাবা নাসির হাওলাদার আজকের পত্রিকাকে জানান, ছেলে, ছেলের বউ আর নাতির মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এ ঘটনার জন্য দায়ীদের বিচার চান তিনি।
এখন হোসাইন ছাড়া আর কেউ নেই তাঁদের। হোসাইন কিছুক্ষণ পরপর কান্না করছে। আর কান্না শুরু করলে দীর্ঘক্ষণ পর্যন্ত কোনোভাবেই থামানো যাচ্ছে না। তিনজনকে একসঙ্গে হারিয়ে কীভাবে এই পরিবার শোক কাটিয়ে উঠবে তা জানা নেই তাঁর।
এদিকে তিনজনের লাশ দাফনের জন্য রাতেই অর্থসহায়তা দিয়েছেন ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে অতিবৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক তলিয়ে যায়। মিরপুর-১ নম্বর সড়কে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু হয়। এর মধ্যে তিনজন একই পরিবারের। এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মিজান-মুক্তা দম্পতির সাত মাসের ছেলে হোসাইনকে তার দাদা নাসির হাওলাদারের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
আরও পড়ুন
রাজধানীর মিরপুরে জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের মারা যাওয়া তিনজনের লাশ দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে জানাজা শেষে ঝালকাঠির সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগরপাশা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মিজান হাওলাদার, স্ত্রী মুক্তা বেগম ও তাঁদের সাত বছর বয়সী শিশু লিমা আক্তারের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় জেলার সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগরপাশা গ্রামের পরিবেশ নিহতের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে।
এদিকে বিদ্যুতায়িতের ঘটনায় প্রাণে বেঁচে ফিরেছে মিজান-মুক্তা দম্পতির সাত মাসের ছেলে হোসাইন হাওলাদার।
স্বজনেরা বলছেন, মা-বাবা ও আর বোন হারানো ছোট্ট হোসাইনের কান্না থামাতেই পারছেন না তাঁরা।
নিহত মিজানের বাবা নাসির হাওলাদার আজকের পত্রিকাকে জানান, ছেলে, ছেলের বউ আর নাতির মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এ ঘটনার জন্য দায়ীদের বিচার চান তিনি।
এখন হোসাইন ছাড়া আর কেউ নেই তাঁদের। হোসাইন কিছুক্ষণ পরপর কান্না করছে। আর কান্না শুরু করলে দীর্ঘক্ষণ পর্যন্ত কোনোভাবেই থামানো যাচ্ছে না। তিনজনকে একসঙ্গে হারিয়ে কীভাবে এই পরিবার শোক কাটিয়ে উঠবে তা জানা নেই তাঁর।
এদিকে তিনজনের লাশ দাফনের জন্য রাতেই অর্থসহায়তা দিয়েছেন ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে অতিবৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক তলিয়ে যায়। মিরপুর-১ নম্বর সড়কে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু হয়। এর মধ্যে তিনজন একই পরিবারের। এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মিজান-মুক্তা দম্পতির সাত মাসের ছেলে হোসাইনকে তার দাদা নাসির হাওলাদারের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
আরও পড়ুন
রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১০ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২১ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৪ মিনিট আগে