দৌলতখান (ভোলা) প্রতিনিধি
ভোলার দৌলতখানে পুলিশের ধাওয়া খেয়ে মেঘনা নদীতে পড়ে মো. নোমান (২৭) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথ চেষ্টা চালিয়ে তাঁর সন্ধান পাননি।
এ ঘটনায় কনস্টেবল মো. রাসেল, মো. সজীব, সহকারী উপপরিদর্শক সোহেল রানা ও উপপরিদর্শক স্বরূপ কান্তি পালকে ক্লোজড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
গত বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলার পাতার খাল মাছ ঘাটসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নোমান দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কালাম ব্যাপারীর ছেলে। তিনি দৌলতখান পাতার খাল মাছঘাটে শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা একটার দিকে শ্রমিক ইসমাঈল, ফারুক, গনি ও নোমানসহ সাত-আটজন পাতার খাল মাছ ঘাটসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকায় জুয়া খেলছিল। এ সময় দৌলতখান থানার উপপরিদর্শক স্বরূপ কান্তি পালের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক সোহেল রানা, পুলিশ কনস্টেবল মো. রাসেল ও মো. সজীব সেখানে গিয়ে তাঁদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ফারুক, ইসমাইল, রুবেল ও নোমান মেঘনা নদীতে পড়ে যান। ফারুক, ইসমাইল ও রুবেল সাঁতরে তীরে উঠে আসতে পারলেও নোমান পানিতে ডুবে যান।
ফারুক ও রুবেল জানান, পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা চারজন মেঘনা নদীতে পড়ে যান। তাঁরা তিনজন সাঁতরে তীরে উঠতে চেষ্টা করেন। এরই মধ্যে পুলিশ ওপর থেকে নোমানসহ তাদের লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। যে কারণে নোমান সাঁতরে ওঠার চেষ্টা করেও উঠতে পারেননি।
দৌলতখান পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়াজ জানান, নদীতে পড়ে নোমান বাঁচার আকুতি জানাচ্ছিলেন। তিনি নোমানকে নদী থেকে উদ্ধারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ তাঁকে মারধর করে তাড়িয়ে দেয়।
ঘটনার পর থেকে দৌলতখান ফায়ার সার্ভিস ও বরিশালের একটি ডুবুরি দল নোমানকে উদ্ধারের তৎপরতা চলমান রেখেছে বলে জানান দৌলতখান ফায়ার সার্ভিসের (লিডার) শাহাদাত হোসেন। তবে এখনো নোমানের সন্ধান মেলেনি।
ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান (প্রশাসন ও অর্থ) খান এ বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।
ভোলার দৌলতখানে পুলিশের ধাওয়া খেয়ে মেঘনা নদীতে পড়ে মো. নোমান (২৭) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথ চেষ্টা চালিয়ে তাঁর সন্ধান পাননি।
এ ঘটনায় কনস্টেবল মো. রাসেল, মো. সজীব, সহকারী উপপরিদর্শক সোহেল রানা ও উপপরিদর্শক স্বরূপ কান্তি পালকে ক্লোজড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
গত বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলার পাতার খাল মাছ ঘাটসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নোমান দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কালাম ব্যাপারীর ছেলে। তিনি দৌলতখান পাতার খাল মাছঘাটে শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা একটার দিকে শ্রমিক ইসমাঈল, ফারুক, গনি ও নোমানসহ সাত-আটজন পাতার খাল মাছ ঘাটসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকায় জুয়া খেলছিল। এ সময় দৌলতখান থানার উপপরিদর্শক স্বরূপ কান্তি পালের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক সোহেল রানা, পুলিশ কনস্টেবল মো. রাসেল ও মো. সজীব সেখানে গিয়ে তাঁদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ফারুক, ইসমাইল, রুবেল ও নোমান মেঘনা নদীতে পড়ে যান। ফারুক, ইসমাইল ও রুবেল সাঁতরে তীরে উঠে আসতে পারলেও নোমান পানিতে ডুবে যান।
ফারুক ও রুবেল জানান, পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা চারজন মেঘনা নদীতে পড়ে যান। তাঁরা তিনজন সাঁতরে তীরে উঠতে চেষ্টা করেন। এরই মধ্যে পুলিশ ওপর থেকে নোমানসহ তাদের লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। যে কারণে নোমান সাঁতরে ওঠার চেষ্টা করেও উঠতে পারেননি।
দৌলতখান পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়াজ জানান, নদীতে পড়ে নোমান বাঁচার আকুতি জানাচ্ছিলেন। তিনি নোমানকে নদী থেকে উদ্ধারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ তাঁকে মারধর করে তাড়িয়ে দেয়।
ঘটনার পর থেকে দৌলতখান ফায়ার সার্ভিস ও বরিশালের একটি ডুবুরি দল নোমানকে উদ্ধারের তৎপরতা চলমান রেখেছে বলে জানান দৌলতখান ফায়ার সার্ভিসের (লিডার) শাহাদাত হোসেন। তবে এখনো নোমানের সন্ধান মেলেনি।
ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান (প্রশাসন ও অর্থ) খান এ বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।
নারায়ণগঞ্জের বন্দরে চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি নিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাহিম (২২)। তিনি দক্ষিণ বারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
৩ মিনিট আগেগতকাল সোয়া ১টার দিকে টঙ্গী-গাজীপুর রুটে চলাচল করা ‘ক্ষণিকা’ বাসে হামলার ঘটনা ঘটে। এতে বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়ে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাত সাড়ে ৮টায় উত্তরা পশ্চিম থানায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এ সময় আসামিদে
৪ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭৫ জনকে ছাঁটাই ও মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ মামলায় পুলিশ আজ বুধবার সাত শ্রমিককে গ্রেপ্তার করেছে। যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সোলায়মান কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় মাম
১০ মিনিট আগেমাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন জন চিকিৎসক। যারা শিশুটির চিকিৎসা করেছিলেন।
৩০ মিনিট আগে