Ajker Patrika

নাবিক মোহাম্মদ আলীর অপেক্ষায় নববধূ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নাবিক মোহাম্মদ আলীর অপেক্ষায় নববধূ

মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন নাবিক হোসাইন মোহাম্মদ আলী (২৬)। এরপর দুই মাস আগে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক হিসেবে যোগ দেন মোহাম্মদ আলী। 

বরিশালের বানারিপাড়া উপজেলার বিসারাকান্দি ইউনিয়নের উমরেরপাড় গ্রামের বাসিন্দা তিনি। 

গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা বোঝাই জাহাজ নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। জিম্মি করা হয় জাহাজে থাকা ২৩ নাবিককে। যাদের মধ্যে আছেন বরিশালের হোসাইন মোহাম্মদ আলীও। 

মোহাম্মদ আলী স্ত্রী ইয়া মনিকে কথা দিয়েছিলেন কোরবানির ঈদে বাড়ি ফিরবেন। সেই ফেরা এখন অনিশ্চিত। 

আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মোহাম্মদ আলীর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা বলেন, ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন হোসাইন মোহাম্মদ আলী। তিনি বিজ্ঞান বিভাগে ২০১৪ সালে জিপিএ ৫ পেয়ে মাধ্যমিক পাস করেন। এরপরে ভর্তি হন নারায়ণগঞ্জের মেরিন একাডেমিতে। সেখানে চার বছর পড়ালেখা শেষ করে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগ দেন ২০২০ সালে। দুই মাস আগে দক্ষিণ কোরিয়া গিয়ে এমভি আবদুল্লাহ নামের জাহাজে নাবিক হিসেবে কাজ শুরু করেন। 

গতকাল মঙ্গলবার যখন জলদস্যুরা তাঁদের জিম্মি করে তখন মোবাইল ফোনে বার্তা দিয়ে পরিবারকে আলী জানিয়েছিলেন, হয়তো মুক্তি পাওয়ার আগে আর যোগাযোগ হবে না। এ কথা শোনার পর থেকেই স্বজনদের কান্না আর থামছে না। 

ঈদে বাড়ি ফেরার কথা দিয়েছিলেন মোহাম্মদ আলী। গভীর উদ্বেগে পরিবার। ছবি: আজকের পত্রিকাসদ্য বিবাহিত স্ত্রী ইয়া মনি আজ সাংবাদিকদের বলেন, আগামী কোরবানির ঈদে বাড়িতে ফেরার কথা ছিল আলীর। পরিকল্পনা ছিল দুজন মিলে ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যাবেন তাঁরা। 

এদিকে সন্তান জিম্মি হওয়ার সংবাদ পাওয়ার পর থেকেই অঝোরে কাঁদছেন আলীর মা নাসিমা পারভিন। সন্তানকে ফিরে পেতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। 

নাবিক আলীর বাবা এমাম হোসেন মোল্লা বলেন, সামনের কোরবানির ঈদে আলী হোসেনের বড় ভাইয়ের সঙ্গে বাড়িতে এসে একত্রে কোরবানি দেওয়ার কথা ছিল তাঁর। 

বিশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত বলেন, গত বছরের শেষে বিবাহ করেছিলেন আলী হোসেন। এ ঘটনায় আলীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত