Ajker Patrika

ঘরে ঘরে আ. লীগের সাংগঠনিক দুর্গ গড়ে তুলতে হবে: তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি
ঘরে ঘরে আ. লীগের সাংগঠনিক দুর্গ গড়ে তুলতে হবে: তোফায়েল আহমেদ

আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে ও ঘরে ঘরে আওয়ামী লীগের শক্তিশালী সাংগঠনিক দুর্গ গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে-বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য তোফায়েল আহমেদ। 

আজ সোমবার দুপুরে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। 

তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে বহু উন্নয়ন হয়েছে। এখনো উন্নয়নে কাজ করছেন। সেসব উন্নয়নের কথা গ্রামের মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। 

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম নকীব প্রমুখ। 

এ ছাড়া ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের নেতা-কর্মীরাও সভায় উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত