Ajker Patrika

ঝালকাঠিতে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ২১: ১৪
ঝালকাঠিতে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

ঝালকাঠি সদর থানায় পুলিশ হেফাজতে রাজেশ রায় (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্ক রুমে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, রুমের ফ্যানের সঙ্গে পরনের লুঙ্গি দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক।

নিহত রাজেশ ঝালকাঠি শহরের পূর্ব চাদকাঠি এলাকার অমল রায়ের ছেলে।

রাজেশ রায়ের বাবা অমল রায় জানান, রাজেশ পরিবারের সদস্যদের কাউকে মানতেন না। এলাকার বিভিন্ন লোকজনকে মারধর ও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। মঙ্গলবার বিকেলে এলাকার লোকজনের সঙ্গে বিরোধ হয়। পরে তারা ৯৯৯ কল দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক জানান, ওই ছেলে তাঁর বাবাকে মারধর করতেন। তাঁর বাবা ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করে সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্ক রুমে রাখা হয় এবং তাঁর বাবা ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ লিখতে যায়। এই সুযোগে নিজের পরনের লুঙ্গি দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেয় রাজেশ রায়। পরে তাঁকে উদ্ধার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত