ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে বাস-মিনিবাস মালিক সমিতি কর্তৃক ঝালকাঠি-বরিশাল মহাসড়কে চেকপোস্টের নামে যাত্রী-চালকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর প্রতিবাদে বেলা ৩টা থেকে ঝালকাঠি বাস মালিক সমিতি ১৮টি রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে।
এই ধর্মঘটের ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে পুলিশ সুপারের আশ্বাসে রাত ৯টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
এর আগে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে নলছিটির ষাটপাকিয়া বাজারে স্থানীয় বসুন্ধরা ক্লাব ও সচেতন যুব সমাজ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, বহুদিন ধরে ষাটপাকিয়া এলাকায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এতে যাত্রী ও চালকদের মারধর, হয়রানি, এমনকি চাঁদাবাজি চলছে। সরকার পরিবর্তনের পরও এই অবস্থার পরিবর্তন হয়নি। বক্তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, চেকপোস্ট তুলে না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনের পরপরই ঝালকাঠি বাস মালিক সমিতি ঝালকাঠি থেকে বরিশাল, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভাণ্ডারিয়াসহ ১৮টি রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে। বরিশাল থেকেও কোনো বাস ছাড়েনি। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
একজন যাত্রী বলেন, অল্প কিছু ঘটলেই বাস মালিক সমিতি বাস চলাচল বন্ধ করে দেয়। এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। এই ধরনের আচরণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি মো. বাচ্চু হাওলাদার বলেন, ‘অবৈধ যান চলাচল বন্ধে আমরা ষাটপাকিয়া বাজারে বাস মালিক সমিতির লোকজন নিয়মিত চেকপোস্ট করে আসছে। স্থানীয় কিছু ব্যক্তি প্রতিদিন ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমাদের শ্রমিকদের ওপর হামলা চালিয়ে মানববন্ধন করেছে। চাঁদা আদায়ের সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।’
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে ভৈরবপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বলেন, বাস মালিক সমিতি দীর্ঘদিন ধরে চেকপোস্টের নামে থ্রি-হুইলার চালক ও যাত্রীদের হয়রানি করছে। তারা চালকদের মারধর এবং গাড়ির চাকা পাংচার করে। এর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে।
ঝালকাঠি জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, রাতে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনার পর তারা ধর্মঘট আপাতত প্রত্যাহার করে নিয়েছে। পরবর্তীতে উভয় পক্ষ একত্রিত আলোচনায় করে সিদ্ধান্ত নেবেন ওখানে বাস মালিক সমিতির চেকপোস্ট থাকবে কিনা।
ঝালকাঠির নলছিটিতে বাস-মিনিবাস মালিক সমিতি কর্তৃক ঝালকাঠি-বরিশাল মহাসড়কে চেকপোস্টের নামে যাত্রী-চালকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর প্রতিবাদে বেলা ৩টা থেকে ঝালকাঠি বাস মালিক সমিতি ১৮টি রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে।
এই ধর্মঘটের ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে পুলিশ সুপারের আশ্বাসে রাত ৯টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
এর আগে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে নলছিটির ষাটপাকিয়া বাজারে স্থানীয় বসুন্ধরা ক্লাব ও সচেতন যুব সমাজ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, বহুদিন ধরে ষাটপাকিয়া এলাকায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এতে যাত্রী ও চালকদের মারধর, হয়রানি, এমনকি চাঁদাবাজি চলছে। সরকার পরিবর্তনের পরও এই অবস্থার পরিবর্তন হয়নি। বক্তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, চেকপোস্ট তুলে না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনের পরপরই ঝালকাঠি বাস মালিক সমিতি ঝালকাঠি থেকে বরিশাল, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভাণ্ডারিয়াসহ ১৮টি রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে। বরিশাল থেকেও কোনো বাস ছাড়েনি। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
একজন যাত্রী বলেন, অল্প কিছু ঘটলেই বাস মালিক সমিতি বাস চলাচল বন্ধ করে দেয়। এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। এই ধরনের আচরণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি মো. বাচ্চু হাওলাদার বলেন, ‘অবৈধ যান চলাচল বন্ধে আমরা ষাটপাকিয়া বাজারে বাস মালিক সমিতির লোকজন নিয়মিত চেকপোস্ট করে আসছে। স্থানীয় কিছু ব্যক্তি প্রতিদিন ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমাদের শ্রমিকদের ওপর হামলা চালিয়ে মানববন্ধন করেছে। চাঁদা আদায়ের সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।’
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে ভৈরবপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বলেন, বাস মালিক সমিতি দীর্ঘদিন ধরে চেকপোস্টের নামে থ্রি-হুইলার চালক ও যাত্রীদের হয়রানি করছে। তারা চালকদের মারধর এবং গাড়ির চাকা পাংচার করে। এর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে।
ঝালকাঠি জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, রাতে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনার পর তারা ধর্মঘট আপাতত প্রত্যাহার করে নিয়েছে। পরবর্তীতে উভয় পক্ষ একত্রিত আলোচনায় করে সিদ্ধান্ত নেবেন ওখানে বাস মালিক সমিতির চেকপোস্ট থাকবে কিনা।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
১ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
১ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে