মো. হোসেন আলী কাজী, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীর কলেজ পড়ুয়া আয়শা আক্তার আঁখি মায়ের স্মৃতি ধরে রাখতে হারিয়ে যেতে বসা মাটির গয়না তৈরি করছেন। গত চার বছরে তিনি সাফল্যের সঙ্গে পাঁচ শতাধিক গয়না তৈরি করেছেন। এর মধ্যে তিন শতাধিক গয়না বিক্রি করেছেন। অনলাইনে গয়না বিক্রির মাধ্যমে তিনি বেশ সাড়া পেয়েছেন। মাটির গয়না বিক্রিই এখন তাঁর সংসারে অর্থ জোগানের মূল মাধ্যম।
উপজেলার পশ্চিম চিলা গ্রামের আলমগীর গাজীর মেয়ে আয়শা আক্তার আঁখি। তার মা মরিয়ম বেগম ছোটবেলায় একটি মাটির কানের দুল কিনে আনেন, যা অনেক বছর আলমারিতে রাখা ছিল। সেই মায়ের ব্যবহৃত মাটির গয়নার স্মৃতি আঁখির মনে গভীর প্রভাব ফেলে এবং তিনি মাটির গয়না তৈরির উদ্যোগ নেন। নিজের অদম্য চেষ্টায় গয়না তৈরির কৌশল শেখেন তিনি। ২০২১ সালে আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আয়শা আক্তার আঁখির বিয়ে হয় এবং বর্তমানে তিনি আমতলী সরকারি কলেজে ডিগ্রি শ্রেণিতে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি সংসারে বাড়তি আয় জোগাতে মাটির গয়না তৈরির কাজ শুরু করেন তিনি।
আয়শা আক্তার আঁখি এ পর্যন্ত পাঁচ শতাধিক গয়না তৈরি করেছেন। এসবের মধ্যে রয়েছে কানের দুল, গলার সেট, মালা, চুড়িসহ নানা ধরনের গয়না। মাটির গয়নায় নান্দনিক ডিজাইন ও কারুকাজ যুক্ত করে সেগুলো তৈরি করেন তিনি। শুরুতে তেমন সাড়া না পেলেও এখন তাঁর তৈরি গয়নাগুলো অনলাইনে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা নতুন অর্ডার দিচ্ছেন। দামও খুব কম—প্রতি সেট গয়না ৭০ থেকে ১৫০ টাকা।
এ বিষয়ে ক্রেতা তানজিলা বলেন, ‘বর্তমানে সোনার গয়না অত্যন্ত দামি, যা আমাদের সাধ্যের বাইরে। আমি অনলাইনে আয়শা আঁখির কাছ থেকে একটি মাটির গয়না সেট কিনেছি এবং সেটা পরিধান করতে বেশ ভালো লাগছে।’
স্বামী গাজী মো. সোলায়মান বলেন, ‘স্ত্রী আয়শা অত্যন্ত ভালো কাজ করছে এবং আমি সব সময় তার পাশে আছি। তার তৈরি মাটির গয়নার বিক্রির টাকা দিয়ে সংসারের খরচ মেটাচ্ছে।’
আঁখির মা মরিয়ম বেগম বলেন, ‘ছোটবেলায় আমি একটি মাটির গয়না কিনে এনেছিলাম। সেই গয়না গত ২৫ বছর ধরে আলমারিতে ছিল, কিন্তু পাঁচ বছর আগে হারিয়ে ফেলেছি। আমার মেয়ে সে গয়না দেখে মাটির গয়না তৈরির উদ্যোগ নেয়।’
উদ্যোক্তা আয়শা আঁখি বলেন, ‘বিলুপ্ত মাটির জিনিস সংরক্ষণ এবং মায়ের গয়নার স্মৃতি ধরে রাখতে আমি এই উদ্যোগ নিয়েছি। এখন পর্যন্ত পাঁচ শতাধিক গয়না তৈরি করেছি এবং তিন শতাধিক বিক্রি করেছি। অনলাইনে ক্রেতারা আমাকে বেশ সাড়া দিচ্ছেন। তবে সরকার থেকে আর্থিক সহায়তা পেলে আমার কাজের পরিধি আরও বাড়াতে পারব।’
এ বিষয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান বলেন, ‘আঁখির মাটির গয়না তৈরির উদ্যোগ খুবই চমৎকার। তাঁর এই উদ্যোগের জন্য আবেদন পেলে আর্থিক সহায়তা দেওয়া হবে।’
বরগুনার আমতলীর কলেজ পড়ুয়া আয়শা আক্তার আঁখি মায়ের স্মৃতি ধরে রাখতে হারিয়ে যেতে বসা মাটির গয়না তৈরি করছেন। গত চার বছরে তিনি সাফল্যের সঙ্গে পাঁচ শতাধিক গয়না তৈরি করেছেন। এর মধ্যে তিন শতাধিক গয়না বিক্রি করেছেন। অনলাইনে গয়না বিক্রির মাধ্যমে তিনি বেশ সাড়া পেয়েছেন। মাটির গয়না বিক্রিই এখন তাঁর সংসারে অর্থ জোগানের মূল মাধ্যম।
উপজেলার পশ্চিম চিলা গ্রামের আলমগীর গাজীর মেয়ে আয়শা আক্তার আঁখি। তার মা মরিয়ম বেগম ছোটবেলায় একটি মাটির কানের দুল কিনে আনেন, যা অনেক বছর আলমারিতে রাখা ছিল। সেই মায়ের ব্যবহৃত মাটির গয়নার স্মৃতি আঁখির মনে গভীর প্রভাব ফেলে এবং তিনি মাটির গয়না তৈরির উদ্যোগ নেন। নিজের অদম্য চেষ্টায় গয়না তৈরির কৌশল শেখেন তিনি। ২০২১ সালে আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আয়শা আক্তার আঁখির বিয়ে হয় এবং বর্তমানে তিনি আমতলী সরকারি কলেজে ডিগ্রি শ্রেণিতে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি সংসারে বাড়তি আয় জোগাতে মাটির গয়না তৈরির কাজ শুরু করেন তিনি।
আয়শা আক্তার আঁখি এ পর্যন্ত পাঁচ শতাধিক গয়না তৈরি করেছেন। এসবের মধ্যে রয়েছে কানের দুল, গলার সেট, মালা, চুড়িসহ নানা ধরনের গয়না। মাটির গয়নায় নান্দনিক ডিজাইন ও কারুকাজ যুক্ত করে সেগুলো তৈরি করেন তিনি। শুরুতে তেমন সাড়া না পেলেও এখন তাঁর তৈরি গয়নাগুলো অনলাইনে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা নতুন অর্ডার দিচ্ছেন। দামও খুব কম—প্রতি সেট গয়না ৭০ থেকে ১৫০ টাকা।
এ বিষয়ে ক্রেতা তানজিলা বলেন, ‘বর্তমানে সোনার গয়না অত্যন্ত দামি, যা আমাদের সাধ্যের বাইরে। আমি অনলাইনে আয়শা আঁখির কাছ থেকে একটি মাটির গয়না সেট কিনেছি এবং সেটা পরিধান করতে বেশ ভালো লাগছে।’
স্বামী গাজী মো. সোলায়মান বলেন, ‘স্ত্রী আয়শা অত্যন্ত ভালো কাজ করছে এবং আমি সব সময় তার পাশে আছি। তার তৈরি মাটির গয়নার বিক্রির টাকা দিয়ে সংসারের খরচ মেটাচ্ছে।’
আঁখির মা মরিয়ম বেগম বলেন, ‘ছোটবেলায় আমি একটি মাটির গয়না কিনে এনেছিলাম। সেই গয়না গত ২৫ বছর ধরে আলমারিতে ছিল, কিন্তু পাঁচ বছর আগে হারিয়ে ফেলেছি। আমার মেয়ে সে গয়না দেখে মাটির গয়না তৈরির উদ্যোগ নেয়।’
উদ্যোক্তা আয়শা আঁখি বলেন, ‘বিলুপ্ত মাটির জিনিস সংরক্ষণ এবং মায়ের গয়নার স্মৃতি ধরে রাখতে আমি এই উদ্যোগ নিয়েছি। এখন পর্যন্ত পাঁচ শতাধিক গয়না তৈরি করেছি এবং তিন শতাধিক বিক্রি করেছি। অনলাইনে ক্রেতারা আমাকে বেশ সাড়া দিচ্ছেন। তবে সরকার থেকে আর্থিক সহায়তা পেলে আমার কাজের পরিধি আরও বাড়াতে পারব।’
এ বিষয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান বলেন, ‘আঁখির মাটির গয়না তৈরির উদ্যোগ খুবই চমৎকার। তাঁর এই উদ্যোগের জন্য আবেদন পেলে আর্থিক সহায়তা দেওয়া হবে।’
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৭ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩৫ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে