মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল আহসানের বিরুদ্ধে আসামিকে বাঁচাতে বয়স কমিয়ে জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি ওই আসামিকে জামিনের জন্য দ্বৈত জন্মনিবন্ধন দেন। এর মধ্যে দ্বিতীয় দফায় দেওয়া জন্মনিবন্ধনে বয়স এক বছর দুই মাস কমিয়ে দেন।
গতকাল রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান দুটি জন্মনিবন্ধন হাতে পাওয়ার পরে বিষয়টি জানতে পারেন।
তবে ইউপি চেয়ারম্যান মো. কামরুল হাসান দ্বৈত জন্মনিবন্ধন দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, ওই ব্যক্তি তথ্য গোপন করে দ্বিতীয়বার জন্মনিবন্ধন করে থাকতে পারেন।
মামলার সূত্রে তদন্ত কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের জামাল সরদারের ছেলে রাকিব সরদারের নামে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গত ২৪ জানুয়ারি জনৈক মাহমুদ খান বাদী হয়ে রাকিব সরদারের বিরুদ্ধে একটি মামলা করেছেন। ওই মামলায় রাকিব সরদার আসামি রয়েছেন। মামলার তদন্ত এবং প্রতিবেদন দেওয়ার জন্য অনুসন্ধানে গিয়ে তাঁর নামে দুটি জন্মনিবন্ধন সনদ পাওয়া যায়।
কর্মকর্তা আরও বলেন, রাকিব সরদারের নামে ২০০৮ সালের ১ জুলাই মুলাদী সদর ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন করা হয়। ওই জন্মনিবন্ধন অনুসারে তাঁর জন্ম তারিখ ২ এপ্রিল ২০০৬। অপর দিকে ২০২৪ সালের ২৫ জানুয়ারি রাকিবের নামে ইস্যু করা জন্মনিবন্ধনে জন্মতারিখ দেখানো হয়েছে ৭ জুন ২০০৭। দ্বিতীয় জন্মনিবন্ধনে তাঁর বয়স এক বছর দুই মাস কমিয়ে দেওয়া হয়েছে। চলতি বছর ২৪ জানুয়ারি মামলা হওয়ার পরে রাকিব সরদারকে ২৫ জানুয়ারি আঠারো বছরের কম বয়সী দেখিয়ে জন্মনিবন্ধন দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. কামরুল হাসান বলেন, ‘কাউকে মামলা থেকে বাঁচাতে ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়নি। রাকিব সরদার আগের জন্মনিবন্ধন সনদের তথ্য গোপন করে নতুন নিবন্ধন করে থাকতে পারেন। তবে সে ক্ষেত্রে দ্বিতীয়বার নিবন্ধন করা সনদটি অনলাইনে বাতিল করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন বলেন, ‘একজন ব্যক্তির একাধিক জন্মনিবন্ধন সনদ দেওয়া যাবে না। তথ্য গোপন করে কেউ দ্বৈত জন্মনিবন্ধন করে থাকলে সংশ্লিষ্ট নিবন্ধককে তা বাতিল করতে হবে। অন্যথায় ওই নিবন্ধকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের মুলাদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল আহসানের বিরুদ্ধে আসামিকে বাঁচাতে বয়স কমিয়ে জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি ওই আসামিকে জামিনের জন্য দ্বৈত জন্মনিবন্ধন দেন। এর মধ্যে দ্বিতীয় দফায় দেওয়া জন্মনিবন্ধনে বয়স এক বছর দুই মাস কমিয়ে দেন।
গতকাল রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান দুটি জন্মনিবন্ধন হাতে পাওয়ার পরে বিষয়টি জানতে পারেন।
তবে ইউপি চেয়ারম্যান মো. কামরুল হাসান দ্বৈত জন্মনিবন্ধন দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, ওই ব্যক্তি তথ্য গোপন করে দ্বিতীয়বার জন্মনিবন্ধন করে থাকতে পারেন।
মামলার সূত্রে তদন্ত কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের জামাল সরদারের ছেলে রাকিব সরদারের নামে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গত ২৪ জানুয়ারি জনৈক মাহমুদ খান বাদী হয়ে রাকিব সরদারের বিরুদ্ধে একটি মামলা করেছেন। ওই মামলায় রাকিব সরদার আসামি রয়েছেন। মামলার তদন্ত এবং প্রতিবেদন দেওয়ার জন্য অনুসন্ধানে গিয়ে তাঁর নামে দুটি জন্মনিবন্ধন সনদ পাওয়া যায়।
কর্মকর্তা আরও বলেন, রাকিব সরদারের নামে ২০০৮ সালের ১ জুলাই মুলাদী সদর ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন করা হয়। ওই জন্মনিবন্ধন অনুসারে তাঁর জন্ম তারিখ ২ এপ্রিল ২০০৬। অপর দিকে ২০২৪ সালের ২৫ জানুয়ারি রাকিবের নামে ইস্যু করা জন্মনিবন্ধনে জন্মতারিখ দেখানো হয়েছে ৭ জুন ২০০৭। দ্বিতীয় জন্মনিবন্ধনে তাঁর বয়স এক বছর দুই মাস কমিয়ে দেওয়া হয়েছে। চলতি বছর ২৪ জানুয়ারি মামলা হওয়ার পরে রাকিব সরদারকে ২৫ জানুয়ারি আঠারো বছরের কম বয়সী দেখিয়ে জন্মনিবন্ধন দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. কামরুল হাসান বলেন, ‘কাউকে মামলা থেকে বাঁচাতে ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়নি। রাকিব সরদার আগের জন্মনিবন্ধন সনদের তথ্য গোপন করে নতুন নিবন্ধন করে থাকতে পারেন। তবে সে ক্ষেত্রে দ্বিতীয়বার নিবন্ধন করা সনদটি অনলাইনে বাতিল করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন বলেন, ‘একজন ব্যক্তির একাধিক জন্মনিবন্ধন সনদ দেওয়া যাবে না। তথ্য গোপন করে কেউ দ্বৈত জন্মনিবন্ধন করে থাকলে সংশ্লিষ্ট নিবন্ধককে তা বাতিল করতে হবে। অন্যথায় ওই নিবন্ধকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১০ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
১ ঘণ্টা আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগে