Ajker Patrika

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ভোলা সদর উপজেলায় নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক বৃদ্ধকে ক্র‍্যাচ দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ ইউনিয়নের কালীখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সুজনকে আটক করেছে। 

নিহত বৃদ্ধার নাম আব্দুর রব (৬০)। সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সদুরচর গ্রামের বাসিন্দা এবং সবজির বিক্রেতা ছিলেন। আটক সুজনও একই গ্রামের বাসিন্দা। তিনি গত বছর গাছ থেকে পড়ে পঙ্গু হয়ে যান। এরপর থেকে ক্র‍্যাচ ব্যবহার করতেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে এক নারী চরনোয়াবাদ এলাকা দিয়ে তাঁর বাচ্চাকে নিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিলেন। এ সময় সুজন ওই নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বিয়ের প্রস্তাব দেন। একই সময়ে আব্দুর রব সবজি নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। এই নারী সাহায্য চাইলে আব্দুর রব ঘটনার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সুজন তাঁর কাছে থাকা ক্র‍্যাচ দিয়ে আব্দুর রবকে মাথায় আঘাত করেন। পরে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন, আব্দুর রবকে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত