কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত এক সপ্তাহে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বেড়ে উপজেলার ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার মানুষ পার করছে মানবেতর জীবন।
উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। ফলে যে কোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা সহ সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে। এদিকে সাগর উত্তাল থাকায় পর্যটকদের নিরাপদে রাখতে সৈকত এলাকায় মাইকিং করছে টুরিস্ট পুলিশ।
লালুয়া ইউপির চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘এই মৌসুমে আমার ইউনিয়নের মানুষের কষ্টের শেষ নেই। সিডর এবং আইলার সময় ভেঙে যাওয়া বেড়িবাঁধ এখনো সংস্কার না হওয়ায় অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে ইউনিয়নের চর-চান্দুপাড়া, বুড়োজালিয়া, মুন্সিপাড়া, মঞ্জুপাড়া, নাওয়াপাড়া, চাড়িপাড়া, বানাতিপাড়া, পশুরবুনিয়া ও হাসনাপাড়া গ্রামে পানি প্রবেশ করে মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ে। এ সময় তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নিতে হয়। এ ব্যাপারে একাধিকবার মানববন্ধনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি প্রদান করা হয়েছে।’
উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা আজকের পত্রিকাকে জানান, বাধ ভেঙে পানি প্রবেশ করে উপজেলার ধানখালী, চম্পাপুর ও মহিপুর ইউপির কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী থাকায় তাদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
কুয়াকাটা-আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, বিরূপ আবহাওয়ার কারণে কিছু মাছ ধরা ট্রলার শিববাড়িয়া নদীর পোতাশ্রয়ে অবস্থান করছে। কিন্তু অনেক ট্রলার এখনো সমুদ্রে অবস্থান করছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী দুই দিন বাতাসের তীব্রতা এবং বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, এরই মধ্যে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল রয়েছে। তাই মাইকিং করে পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছি। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিম সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।
পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত এক সপ্তাহে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বেড়ে উপজেলার ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার মানুষ পার করছে মানবেতর জীবন।
উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। ফলে যে কোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা সহ সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে। এদিকে সাগর উত্তাল থাকায় পর্যটকদের নিরাপদে রাখতে সৈকত এলাকায় মাইকিং করছে টুরিস্ট পুলিশ।
লালুয়া ইউপির চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘এই মৌসুমে আমার ইউনিয়নের মানুষের কষ্টের শেষ নেই। সিডর এবং আইলার সময় ভেঙে যাওয়া বেড়িবাঁধ এখনো সংস্কার না হওয়ায় অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে ইউনিয়নের চর-চান্দুপাড়া, বুড়োজালিয়া, মুন্সিপাড়া, মঞ্জুপাড়া, নাওয়াপাড়া, চাড়িপাড়া, বানাতিপাড়া, পশুরবুনিয়া ও হাসনাপাড়া গ্রামে পানি প্রবেশ করে মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ে। এ সময় তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নিতে হয়। এ ব্যাপারে একাধিকবার মানববন্ধনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি প্রদান করা হয়েছে।’
উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা আজকের পত্রিকাকে জানান, বাধ ভেঙে পানি প্রবেশ করে উপজেলার ধানখালী, চম্পাপুর ও মহিপুর ইউপির কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী থাকায় তাদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
কুয়াকাটা-আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, বিরূপ আবহাওয়ার কারণে কিছু মাছ ধরা ট্রলার শিববাড়িয়া নদীর পোতাশ্রয়ে অবস্থান করছে। কিন্তু অনেক ট্রলার এখনো সমুদ্রে অবস্থান করছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী দুই দিন বাতাসের তীব্রতা এবং বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, এরই মধ্যে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল রয়েছে। তাই মাইকিং করে পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছি। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিম সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
৯ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১৬ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১৯ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
১ ঘণ্টা আগে