Ajker Patrika

ঘূর্ণিঝড় মিগজাউম: কলাপাড়া উপকূলের আকাশ মেঘাচ্ছন্ন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৬: ১৫
ঘূর্ণিঝড় মিগজাউম: কলাপাড়া উপকূলের আকাশ মেঘাচ্ছন্ন

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গতকাল সোমবার থেকে পটুয়াখালীর উপকূলীয় এলাকার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। তবে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর শান্ত রয়েছে। বাতাসের চাপও তেমন নেই। 

পটুয়াখালী জেলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মাহাবুবা সুখী জানিয়েছেন, ঘূর্ণিঝড় মিগজাউম আজ সকাল ৬টায় পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৭৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার ও চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। 

তিনি আরও বলেন, দেশের সব সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার সব ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

আলীপুর কুয়াকাটা মৎস্য ব্যবসায়ী সংগঠনের সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানিয়েছেন, ইতিমধ্যে বেশির ভাগ মাছ ধরার ট্রলার খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত