Ajker Patrika

ঝালকাঠিতে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা

ঝালকাঠিতে বিএনপির নেতা-কর্মীদের পদযাত্রায় পুলিশের বাধা ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজার থেকে পদযাত্রা বের করেন ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা। পদযাত্রাটি শহরের দিকে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। এদিকে সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের মালিবাড়ি ব্রিজ এলাকা থেকে পদযাত্রা বের করে ইউনিয়ন বিএনপি। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলায় ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহসান কবির, যুগ্ম সম্পাদক শেখ লাভলু ও কৃষক দলের নেতা লুৎফর রহমান মোল্লাসহ কয়েকজন নেতা-কর্মী আহত হন। 

অপরদিকে সদর উপজেলার কেওড়া ইউনিয়নেও বিএনপির পদযাত্রায় হামলা করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে কেওড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাহাতাব হোসেন আহত হন। বিভিন্ন এলাকায় আহত বিএনপি নেতা-কর্মীদের মধ্যে গুরুতর চারজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব মো. শাহাদাৎ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জেলার ৩২টি ইউনিয়নেই বিএনপির গণপদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও পুলিশ হামলা করেছে। এতে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। 

তবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার হামলার অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, তাদের (বিএনপি) অভ্যন্তরীণ কোন্দলের দোষ অন্যের উপড়ে চাপাচ্ছে। 

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক আরিফিন ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের (বিএনপি নেতা-কর্মী) মিছিল করতে বারণ করা হয়েছে। 

এ বিষয়ে জানতে ঝালকাঠি সদর থানায় ওসি নাসির উদ্দীন সরকারকে ফোন দিলে তিনি ফোন ধরেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত