Ajker Patrika

পিরোজপুরে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২৩, ১৭: ৩৪
পিরোজপুরে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির সমাবেশ

পিরোজপুরে পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করেছে জেলা বিএনপির নেতা-কর্মীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরে বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি এর আয়োজন করে।

সমাবেশ শুরুর আগে জেলার বিএনপির নেতা-কর্মীদের সামবেশে আসতে বাধা দেয় পুলিশ।

পুলিশের বাধা উপেক্ষা করে দলীয় কার্যালয়ের সমানে হয় এ সমাবেশে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত