পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করেছেন ১০ জন। গতকাল বৃহস্পতিবার থেকে ফরম বিক্রি শুরু হয়। আজ শুক্রবার বিকেল পর্যন্ত দলীয় ফরম সংগ্রহ শেষে জমা দিয়েছেন তারা। তারা সবাই নৌকার মাঝি হতে চান।
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. শাহজাহান মিয়া গত ২১ অক্টোবর মারা যাওয়ার পর এই আসন শূন্য ঘোষণা করা হয়।
শূন্য হওয়া আসনটিতে গত ২৪ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ২৬ নভেম্বর হবে নির্বাচন।
আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, এই উপনির্বাচনের প্রার্থী ঠিক করতে আগামীকাল শনিবার কিংবা পরেদিন রোববার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক হতে পারে।
আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেওয়া ব্যক্তিরা হলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তারিকুজ্জামান মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. সুলতান আহমেদ মৃধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. গোলাম সরোয়ার, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আলী আশরাফ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান মোহন ও কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ কমিটির সদস্য রাজিব পারভেজ ও সংবাদ পাঠিকা নাজনীন নাহার।
বর্তমান জাতীয় সংসদের মেয়াদ শেষের দিকে। আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে কারণে এ আসনে উপনির্বাচনে যিনি নির্বাচিত হবেন, তিনি শপথ গ্রহণ করলেও সংসদে বসার সুযোগ পাবেন না। তবুও একমাসের জন্য এমপি হতে আগ্রহী দলটির নেতারা।
এ ব্যাপারে প্রয়াত এমপি শাহজাহান মিয়ার ছেলে অ্যাড. তারিকুজ্জামান মনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতিতে আমার পরিবার সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কখনো আমাদের পরিবার কারও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি, উপকার ছাড়া। বাবা অসুস্থ থাকাকালীন পরিবারের সিদ্ধান্ত হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন চাইবো। তবে হঠাৎ বাবার মৃত্যুর পর আমরা শোকাহত হয়ে পড়ি। তবে যেহেতু উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তাই আমি নেত্রীর কাছে আমার পরিবারের পক্ষ থেকে পটুয়াখালী-১ আসনের মনোনয়ন চেয়েছি। নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন তবে বাবার অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নিতে চাই। তবে নেত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত।’
পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করেছেন ১০ জন। গতকাল বৃহস্পতিবার থেকে ফরম বিক্রি শুরু হয়। আজ শুক্রবার বিকেল পর্যন্ত দলীয় ফরম সংগ্রহ শেষে জমা দিয়েছেন তারা। তারা সবাই নৌকার মাঝি হতে চান।
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. শাহজাহান মিয়া গত ২১ অক্টোবর মারা যাওয়ার পর এই আসন শূন্য ঘোষণা করা হয়।
শূন্য হওয়া আসনটিতে গত ২৪ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ২৬ নভেম্বর হবে নির্বাচন।
আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, এই উপনির্বাচনের প্রার্থী ঠিক করতে আগামীকাল শনিবার কিংবা পরেদিন রোববার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক হতে পারে।
আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেওয়া ব্যক্তিরা হলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তারিকুজ্জামান মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. সুলতান আহমেদ মৃধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. গোলাম সরোয়ার, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আলী আশরাফ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান মোহন ও কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ কমিটির সদস্য রাজিব পারভেজ ও সংবাদ পাঠিকা নাজনীন নাহার।
বর্তমান জাতীয় সংসদের মেয়াদ শেষের দিকে। আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে কারণে এ আসনে উপনির্বাচনে যিনি নির্বাচিত হবেন, তিনি শপথ গ্রহণ করলেও সংসদে বসার সুযোগ পাবেন না। তবুও একমাসের জন্য এমপি হতে আগ্রহী দলটির নেতারা।
এ ব্যাপারে প্রয়াত এমপি শাহজাহান মিয়ার ছেলে অ্যাড. তারিকুজ্জামান মনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতিতে আমার পরিবার সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কখনো আমাদের পরিবার কারও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি, উপকার ছাড়া। বাবা অসুস্থ থাকাকালীন পরিবারের সিদ্ধান্ত হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন চাইবো। তবে হঠাৎ বাবার মৃত্যুর পর আমরা শোকাহত হয়ে পড়ি। তবে যেহেতু উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তাই আমি নেত্রীর কাছে আমার পরিবারের পক্ষ থেকে পটুয়াখালী-১ আসনের মনোনয়ন চেয়েছি। নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন তবে বাবার অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নিতে চাই। তবে নেত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত।’
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
১২ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১৯ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
২২ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
১ ঘণ্টা আগে