Ajker Patrika

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব: পিরোজপুরে ১৫০০ ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎবিচ্ছিন্ন ২ দিন

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২৪, ১৫: ০৬
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব: পিরোজপুরে ১৫০০ ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎবিচ্ছিন্ন ২ দিন

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পিরোজপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পিরোজপুর সদরে একজন এবং ভান্ডারিয়ায় পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। তা ছাড়া পুরো জেলা দুই দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। 

এদিকে পিরোজপুরে ৭ হাজার ৮৮৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় ১০ হাজার পুকুর-ঘের-জলাশয় প্লাবিত হয়েছে। তাতে অন্তত ১ হাজার ৮০০ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে। জেলার সাতটি উপজেলায় ১ হাজার ৫০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অন্তত ৫ হাজার ৮০০ ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মঠবাড়িয়া উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন সিসি টিভির ২ হাজার ৪০০ সদস্য কাজ করছেন। জেলায় উদ্ধার অভিযান চালাচ্ছেন রেড ক্রিসেন্ট সোসাইটির ২৫০ জন সদস্য। তা ছাড়া শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত