Ajker Patrika

গোসল করতে গিয়ে নিখোঁজ সাবেক ইউপি চেয়ারম্যান, পুকুরে মিলল মরদেহ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
গোসল করতে গিয়ে নিখোঁজ সাবেক ইউপি চেয়ারম্যান, পুকুরে মিলল মরদেহ

বাড়ির সামনের পুকুরে গোসলের উদ্দেশে বের হয়েছিলেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল রব গাজী (৮৫)। কিন্তু এরপর তিনি সেখান থেকে আর জীবিত ফেরেননি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টায় তাঁর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল রব গাজী স্থানীয় বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসলের উদ্দেশে ঘর থেকে বের হন আব্দুল রব গাজী। অনেক সময় ধরে ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে তাঁর জুতা ও গামছা দেখতে পায়। পরে স্থানীয়রা পুকুরে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টায় তাঁর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। 

চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশীদ বলেন, সাবেক চেয়ারম্যান আব্দুল রব গাজী প্রতিদিনের মতো নিজ বাড়ির সামনে বড় পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘণ্টাখানেক চেষ্টার পর আব্দুল রব গাজীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত