Ajker Patrika

পটুয়াখালীতে গাড়িবহরে হামলা: সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কারাগারে

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীতে গাড়িবহরে হামলা: সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কারাগারে

পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা মামলায় মো. জহিরুল ইসলাম (৩৮) নামে একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে বিচারক মো. ইউসুফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। 
 
আদালতের পেশকার মো. আনিসুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গত ২৭ আগস্ট মির্জাগঞ্জ থানার একটি জিআর মামলায় মো. জহিরুল ইসলাম জুয়েল এজাহারভুক্ত ৮ নম্বর আসামি। মামলা নম্বর ৯১ / ২৪। এর আগে তিনি এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। 

মো. জহিরুল ইসলাম জেলার মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি উপজেলার পশ্চিম সুবিদখালী এলাকার বাসিন্দা। 

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলি থেকে নেতা-কর্মীরা সুবিদখালী আসছিলেন। গাড়িবহরটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা মিছিল নিয়ে লোহার রড, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা করে। 

সরকার পরিবর্তনের পর গত ২৭ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে ১০২ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত