Ajker Patrika

ভোলায় হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ভোলা প্রতিনিধি
ভোলায় হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ভোলায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন। 

হাসপাতালের নতুন ভবনের সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তামীম আল ইয়ামিন, সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান, হাসপাতসলের তত্ত্বাবধায়ক ডা. লোকমান হাকিম প্রমুখ। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন হয়েছে। এখন মানুষ হাসপাতালে সেবা নিতে আসছেন, মানুষও সচেতন হয়েছেন। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে প্রতিটি জেলায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। করোনা টিকাদানে আমাদের দেশ বিশ্বের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

এ সময় মন্ত্রী ডাক্তার-নার্সদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকার পাশাপাশি হাসপাতালের যত্ন নেওয়ার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত