Ajker Patrika

বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আইনি সহায়তা পেতে প্রভাবশালীদের বাধা

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরগুনার আমতলীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালী মহল চেষ্টা চালাচ্ছে। তাদের বাধার কারণে আইনি ব্যবস্থা নিতে সাহস পাচ্ছে না ভুক্তভোগী পরিবারটি।

ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম নাশির হাওলাদার (৪৫)। তিনি উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী ও তার পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে তরমুজচাষি নাশির তরমুজ দেওয়ার কথা বলে ডেকে ঘরে নিয়ে ওই মেয়েকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের মানুষ এসে হাজির হলে সে রক্ষা পায়।

স্কুলছাত্রীর মা বলেন, ‘ঘটনার পরপরই আমাকে স্থানীয় প্রভাবশালীরা আইনি ব্যবস্থা নিতে দেয়নি। তারা সালিশব্যবস্থার নামে আমাকে হয়রানি করছে। আমি পুলিশ প্রশাসনের কাছে আইনি সহায়তা দাবি করছি। প্রভাবশালীদের চাপে আমি থানায় অভিযোগ দিতে সাহস পাচ্ছি না। নাশির হাওলাদার আমার মেয়ের সর্বনাশ করেছে। আমি নাশির হাওলাদারের শাস্তি দাবি করছি।’

যোগাযোগ করা হলে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত