Ajker Patrika

বোরহানউদ্দিনে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার-ফার্মেসিতে অভিযান, ৭৭ হাজার টাকা জরিমানা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
বোরহানউদ্দিনে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার-ফার্মেসিতে অভিযান, ৭৭ হাজার টাকা জরিমানা

ভোলার বোরহানউদ্দিনে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় আদালত ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান। 

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড, উপশহর কুঞ্জেরহাট বাজার এবং বোরহানউদ্দিন পৌরসভা বাজারের ১টি বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মাসীসমূহে অভিযান চালানো হয়। এ সময় ২টি ডায়াগনস্টিক সেন্টারকে ৭ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্স ছাড়া ভেটেরিনারি পণ্য বিক্রির দায়ে ২টি ফার্মেসিকে ৫০ হাজার টাকা এবং সনদহীন এক ভুয়া চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া যে সকল প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের আবেদন করেছে তাদের ৩ দিনের মধ্যে সিভিল সার্জন অফিসে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে। 

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত