Ajker Patrika

বরিশাল ক্লাবের পদ দখল: মেয়র সাদিককে আদালতের শোকজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল ক্লাবের পদ দখল: মেয়র সাদিককে আদালতের শোকজ

বরিশাল ক্লাবের সভাপতি পদ দখলের অভিযোগে করা মামলায় মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে আদালত। ওই ক্লাবে সভাপতি পদে তার কার্যক্রমে কেন স্থগিতাদেশ দেওয়া হবে না তা জানাতে চেয়ে এটি দেওয়া হয়। আজ সোমবার বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতে বিচারক হাসিবুল হাসান এই নোটিশ জারির আদেশ দেন।

একই সঙ্গে নোটিশ প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে ক্লাবের সভাপতি ও মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে জবাব দিতে বলা হয়েছে। মামলার অপর বিবাদী ক্লাবের সম্পাদককেও (সেক্রেটারি) একই আদেশ দেওয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার মফিজুর রহমান চৌধুরী নামে এক ব্যক্তি সিটি মেয়র ও বরিশাল ক্লাবের সম্পাদককে বিবাদী করে বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতে নালিশি মামলাটি দায়ের করেন।

বাদীর আইনজীবী আজাদ রহমান আজকের পত্রিকাকে জানান, ‘বিচারক হাসিবুল হাসান বৃহস্পতিবার শুনানির জন্য রোববার দিন ধার্য করেছিলেন। রোববার বরিশাল ক্লাবের সভাপতি পদে মেয়র সাদিকের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আরেকটি আবেদন করা হয়। আজ সোমবার বিচারক নালিশি মামলা গ্রহণ করে মেয়র সাদিক ও ক্লাব সেক্রেটারিকে শোকজ নোটিশ দেন।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী কমিটির সদস্য পদে যেতে সাধারণ সদস্য পদ ১০ বছর পূর্ণ হতে হবে। মেয়র সাদিক আবদুল্লাহ ২০১৬ সালের ২০ আগস্ট ক্লাবের সদস্য হন। তিন বছর পূর্ণ হওয়ার আগেই ২০১৯ সালের ৮ মার্চ জোর করে নিজেকে ক্লাবের সভাপতি ঘোষণা করেন। এতে তিনি ক্লাবের গঠনতন্ত্রের বিধি (আর্টিকেল) ৩২ (খ) ধারা লঙ্ঘন করেছেন।

মামলায় আরও অভিযোগ করা হয়, সভাপতি পদে অধিষ্ঠিত হয়ে সাদিক আবদুল্লাহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহীসহ দুই কর্মকর্তাকে ক্লাবের গেস্ট রুমে স্থায়ীভাবে থাকতে দেন এবং তারা ক্যাফেটেরিয়ার খাবার গ্রহণ করেন। এতে তাদের কাছে ক্লাবের কোটি টাকার বেশি বকেয়া পড়ে।

উল্লেখ্য, বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি ছিলেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আপন মামা মফিজুর রহমান কামাল। ২০১৯ সালের ৮ মার্চ সাধারণ সভা চলাকালে মেয়র দলবলসহ উপস্থিত হয়ে সভার নিয়ন্ত্রণ নেন। পরে তিনি ক্লাবের সভাপতি হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত