Ajker Patrika

আওয়ামী লীগের ২৪ নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি
আওয়ামী লীগের ২৪ নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা

হিজলা (বরিশাল): হিজলা উপজেলার স্থানীয় সাংসদ পঙ্কজ দেবনাথের গাড়িতে হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের ২৪ জন নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার রাতে সাংসদ পঙ্কজ নাথের অনুসারী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার আসামি সকলে সাংসদ পঙ্কজ নাথ বিরোধী গ্রুপের আওয়ামী লীগ নেতা-কর্মী। সাংসদ পঙ্কজ নাথ ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় নেতা–কর্মীরা হামলা করেছে বলে দাবি সাংসদ বিরোধীদের।

জানা গেছে, দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার পরবর্তী করণীয় পদক্ষেপ নিতে সভায় বসছেন ক্ষুব্ধ হিজলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গত মঙ্গলবার রাত ৯টার দিকে হিজলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গাড়ি হামলার পর পুলিশি অভিযানে পাঁচজন আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার হন। গতকাল বৃহস্পতিবার তারা আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার শিকদার মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তবে তারা জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু শিকদার।

উল্লেখিত পাঁচজন ছাড়াও হিজলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর, কৃষক লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও যুবলীগ নেতা কামরুজ্জামান সাইলু, বড়জালিয়া ইউনিয়নের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী এনায়েত হোসেন হাওলাদারের ছেলে বিধান হাওলাদারসহ ২৪ জন আওয়ামী লীগ নেতা-কর্মী ওই মামলার আসামি বলে জানা গেছে।

মামলার বাদী ও শ্রমিক লীগ নেতা ইব্রাহিম সরদার অভিযোগ করেছেন, পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার রাত ৯টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আসামিরা তাকে মারধর করে নগদ ৪২ হাজার টাকা ও দামি মোবাইল সেট নিয়ে গেছে। এ সময় সাংসদ পঙ্কজ নাথের গাড়ির বহর ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় আসামিদের নিক্ষেপ করা একটি ইট পড়ে গাড়ির কাঁচ ভেঙে যায়।

তবে বড়জালিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী এনায়েত হোসেন হাওলাদার বলেন, মঙ্গলবার বিকেলে সাংসদ পঙ্কজ নাথ বড়জালিয়া ইউনিয়নে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী শাহাবুদ্দিন পণ্ডিতের পক্ষে ভোট চেয়েছেন। সাংসদ পঙ্কজ রাতে হিজলা থেকে মেহেন্দিগঞ্জ ফেরার সময় আওয়ামী লীগ কার্যালয় অতিক্রম করার পথে নৌকার ক্ষুব্ধ নেতা–কর্মীরা তার গাড়িতে হামলা করেছে।

একই কথা জানিয়ে হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু শিকদার বলেন, গ্রেপ্তারকৃত দলের নেতা–কর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এ নিয়ে দলের ক্ষোভ রয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভা করে মামলার বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

জানা গেছে, হিজলা উপজেলায় বড়জালিয়া, মেমানিয়া, হরিনাথপুর ও গুয়াবাড়িয়া ইউনিয়নে আগামী ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। বড়জালিয়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন পণ্ডিত (চশমা), মেমানিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার নাসির উদ্দিন (আনারস) ও হরিনাথপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান (ঘোড়া) সাংসদ পঙ্কজ নাথের প্রত্যক্ষ সমর্থনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে অভিযোগ এমপি বিরোধীদের।

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগে কয়েক বছর যাবৎ সাংসদ পঙ্কজ নাথের পক্ষে ও বিপক্ষে দুটি গ্রুপ সক্রিয়। গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত চারজন খুন হয়েছেন দুই পক্ষের বিরোধে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত